বহিষ্কার বিএনপির ৭ নেতা!

স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৬ মার্চ) রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ বহিষ্কার আদেশ অনুমোদন করেছেন।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন: ১. ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ২. ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, ৩. সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, ৪. ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ৫. ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ৬. ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল, এবং ৭. ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া।

এদিকে এই বহিষ্কার আদেশের প্রতিবাদে রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ করেন বহিষ্কৃত ও তাদের অনুসারীরা। এ সময় তারা আমিনুল হক ও মোস্তফা জামানের বিরুদ্ধে স্লোগান দেন।

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ন্যায়বিচার দাবি করেন। এ ছাড়া অনতিবিলম্বে বহিষ্কার আদেশ তুলে না নিলে বৃহত্তর কর্মসূচিরও হুমকি দেন তারা।

তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব

তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব করা হয়েছে। সব দল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সবাই চায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেন ত্রুটিমুক্ত হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিষয়ে আলোচনার ব্যাপারে তিনি বলেন, তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজনৈতিক দলগুলো যে প্রস্তাব দিয়েছে, তা নিয়ে খানিকটা অগ্রগতি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ করার ক্ষেত্রে আইনসভার মাধ্যমে প্রস্তাব করা বা নিয়োগের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, বৃহস্পতিবার এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত পাওয়া গেছে। এ মতামতের ভিত্তিতে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আলোচনার টেবিলে আছে। প্রতিটি রাজনৈতিক দল চায়, তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেন ত্রুটিহীন হয়; ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যাতে বিতর্কের মধ্য না পড়ে।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, অতীতে তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকে তত্ত্বাবধায়ক সরকারে বিচার বিভাগ এবং রাষ্ট্রপতিকে যুক্ত করতে চাইছে না। পঞ্চদশ সংশোধনী মামলার রায়ে তত্ত্বাবধায়ক ইতোমধ্যে ফিরেছে। বিএনপি চায়, বিদ্যমান ব্যবস্থা চতুর্থ বিকল্প হিসেবে থাকুক।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াত তত্ত্বাবধায়কের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতিদের ধারাবাহিকভাবে চায়, অতীতে যেমন ছিল। তবে নতুন প্রস্তাব আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে।

এনসিপি জানায়, সংসদের উচ্চকক্ষের ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার চায় তারা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি