৩৫ হাজার টন চাল এলো ভারত ও ভিয়েতনাম থেকে

স্টাফ রিপোর্টার:

ভারত ও ভিয়েতনাম থেকে ৩৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এরমধ্যে রয়েছে ভারতের ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ভিয়েতনামের ১২ হাজার ৫০০ মেট্রিক টন আতপ চাল।

সোমবার (১৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানাইস ড্রিম এবং গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় (২য় চালান) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি হং লিনহ-১ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

প্রসঙ্গত, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট এক লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার ৮০০ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে শনিবার (১৫ মার্চ) জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মারিয়াম জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

তারও আগে গত ৫ মার্চ জি টু জি ভিত্তিতে ভারত ও পাকিস্তান থেকে ৩৭ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এরমধ্যে রয়েছে পাকিস্তানের ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারতের ১১ হাজার মেট্রিক টন চাল।

সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারকের মৃত্যু

সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারকের মৃত্যু

ডেস্ক রিপোর্টার:
সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা, স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মোবারকের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। দশম সংসদ নির্বাচন পরিচালনাকারী ইসির সদস্য ছিলেন আবদুল মোবারক। তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। গত সপ্তাহে সাবেক নির্বাচন কমিশনারের শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুপুরে চট্টগ্রামে এমইএস ওমরগণি কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা হয়েছে। পরে জন্মস্থান হাটহাজারীতে আরেক দফা জানাজা শেষে দাফন করা হবে সাবেক এ নির্বাচন কমিশনারকে। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ৭৯ বছর বয়সী আবদুল মোবারক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দশম সংসদ নির্বাচন পরিচালনাকারী ইসির সদস্য আবদুল মোবারক ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সোমবার দুপুরে চট্টগ্রামের এমইএস ওমরগনি কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে জন্মস্থান হাটহাজারীতে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে