যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার:

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)।

এ ছাড়া, নিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

ওসি আরও বলেন, অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনপির দশ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্কঃ

সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে রমজানেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ট, বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রমজানেও বিএনপি আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। ১০ দফা দাবি বাস্তবায়নে ঘোষণা দেন নতুন কর্মূসচিরও।

শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর ইস্কাটনস্থ লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব মন্তব্য করেন। সেখানে বিএনপির শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময়, আগামী ১ এপ্রিল মহানগর ও জেলায় বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ৮ এপ্রিল থানায় থানায় একই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

ইফতারপূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষ কষ্টের মধ্যে দিনযাপন করছে । ইফতারে ন্যূনতম যে খাদ্যদ্রব্য দরকার তার দামও আকাশচুম্বী।

সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেটকে এজন্য দায়ী করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেটের প্রভাবে আজ সকল পণ্যের দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রমজানেও বিএনপির আন্দোলন চলমান থাকবে বলে জানান বিএনপি মহাসচিব। ঘোষণা করেন নতুন কর্মসূচি। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পহেলা এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগর ও জেলায় বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত ও আগামী ৮ এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগর, থানা, জেলা ও উপজেলা পর্যায়ে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে। আগামী ৯ থেকে ১৩ এপ্রিল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র বিলি করা হবে।

রমজানেও বিএনপি কেনো তার কর্মসূচি অব্যহত রাখছে দলের মহাসচিব বলেন, যে বিষয়গুলো এদেশের মানুষকে কষ্ট দিচ্ছে ও দুঃসহ করে তুলেছে সেগুলোর প্রতিবাদে সারাদেশে আমরা আন্দোলন চলমান রাখবো ইনশাআল্লাহ।

এ সময়, সাধারণ মানুষ ও সকল রাজনৈতিক দলকে বিএনপি’র আন্দোলনে সম্পৃক্ত থাকার আহ্বানও জানান তিনি।

সূত্র: যমুনা টিভি

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম