এবারও ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের শঙ্কা

স্টাফ রিপোর্টার:

ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের ভিড়ে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। প্রতিবছর ঈদে এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের ২৪ জেলার লাখ লাখ মানুষ যাতায়াত করে। যা অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি। এই মহাসড়কটিতে গাড়ির চাপও থাকে বেশি। তাই প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রায় যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে জনভোগান্তি কমাতে নানা উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগমাধ্যম এই মহাসড়কটি। এ কারণে প্রতিবছর ঈদে এই সড়কে যানবাহনের জটলা লাগে। শুধু ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশ ৬৫ কিলোমিটার।

এদিকে নানা জটিলতায় গত আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। আসন্ন ঈদেও মহাসড়কটিতে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। তারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে কাজের এ ধীরগতি। আর যাত্রীরা বলছেন, সঠিক তদারকি হলে প্রতিবছরই মহাসড়কে আমাদের যানজট নামে এ দুর্ভোগ পোহাতে হতো না। পুলিশ সুপার জানিয়েছে, যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কে সাড়ে সাত শতাধিক পুলিশ সদস্য থাকবে। সেইসঙ্গে নেওয়া হবে বিভিন্ন পদক্ষেপ।

পুলিশের ব্যাপক প্রস্তুতির পরেও যানজটের আশঙ্কা করছেন এই সড়কে চলাচলকারী পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা। পরিবহন চালকরা বলছেন, ঈদ এলেই শুরু হয় তড়িঘড়ি কাজ। এতে গাড়ির গতি ঠিক থাকে না এবং দেবে যাওয়া রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর মহাসড়কের চার লেনের কাজ শেষ হয়েছে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চারলেনের কাজ করছে। এর ফলে মহাসড়কে যানজটের আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা সেতুতে টোল আদায়ের সফটওয়ারে সমস্যার কারণে যদি টোল আদায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে এবং সেতুর ওপর যদি দীর্ঘ সময় গাড়ি আটকা থাকে। অপরদিকে সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের অংশে গাড়ি ঠিকমতো পাস না হয় তাহলে যানজটের শঙ্কা রয়েছে। গত কয়েক ঈদেও সিরাজগঞ্জের অংশে গাড়ি ঠিকমতো পাস না হওয়ার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকে। এতে করে টাঙ্গাইলের অংশে দীর্ঘ যানজট হয়। প্রতি বছরই ঈদকে সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সড়কে লক্করঝক্কর এবং ফিটনেসবিহীন গাড়ি বের করেন। এসব গাড়ি হঠাৎ করেই মহাসড়কে বিকল হয়ে যায়। এতে উভয় পাশের গাড়ি থেমে পড়ে। এক পর্যায়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক সময় চালকের অদক্ষতা, সড়ক দুর্ঘটনা এবং গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজট হয়।

উত্তরবঙ্গগামী পরিবহনের বাসচালক রমজান মিয়া বলেন, রাস্তার কাজ ধীরগতিতে হচ্ছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত রাস্তার কাজ করা হচ্ছে। ঈদের ৫-৬ দিন আগে যদি কাজ শেষ না হয়। তাহলে এবারও মহাসড়কে যানজটের আশঙ্কা করছি। গতবছরও এই মহাসড়কে দিয়ে যানজট হয়েছিল। প্রতিবছরই আমাদের যানজটের কবলে পড়তে হয়।

আরেক বাসচালক রশীদ মিয়া বলেন, প্রতিবছর এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এ সময় ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলাচল করে। ফিটনেসবিহীন গাড়ির জন্য রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে। যার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যানজটমুক্ত রাখতে হলে পুলিশের ভূমিকা রাখতে হবে।

আবদুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রবিউল আওয়াল বলেন, ঈদের আগেই মহাসড়কের উত্তরঙ্গগামী পুরো লেন চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে। আশা করছি আগামী ২৫ তারিখ থেকে এই লেনে যানবাহন চলাচল করতে পারবে। এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কের ৪০ ভাগ কাজ শেষ হয়েছে।

ব্যবসার নামে প্রতারণা আদালতে মামলা, বাঁদিকে প্রাণনাশের হুমকি

 

স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগর গাছা থানাধীন ৩৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন গাজীপুর বিজ্ঞ আদালতে বাদী হয় একটি চেক ডিজঅনারের মামলা করেন, মামলা নং- ২৪/২০২৩। এই মামলায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে সমন জারী করে। এতে আসামী ক্ষিপ্ত হয়ে বাদী সহ তার পরিবারকে প্রতিনিয়ত মোবাইলে ও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে, আসামী জামান সহ তার সাঙ্গ পাঙ্গরা। এ বিষয়ে দেলোয়ার হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় ১ জনের নাম উল্লেখ করে, প্রাণের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং- ২২৬ তারিখ ০৪-০২-২০২৩ ইং।ঘটনার বিষয় ষড়যমিন ঘুরে জানা যায় আসামি জামান উত্তরা আজমপুর কাঁচা বাজার রোডে নাবিলা ফ্যাশন নামেগার্মেন্টস কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন জনের কাছ থেকে গার্মেন্টস কাপড় কৌশলে নিয়ে টাকা পরিশোধের ছলচাতুরি আশ্রয় গ্রহণ করে। অনেক লোকের টাকা পয়সা না দিয়ে নানা প্রকার তালবাহানা করে থাকে। এ বিষয়ে অভিযুক্ত জামানের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান দেলোয়ার অন্য এক পার্টির কাছ থেকে মাল এনে দিয়েছিল। টাকাপাবে দিব মামলা করেছে কেন আমার উপরে অনেক লোক আছে, দেখি কি করা যায় সাংবাদিক সাবান মাহমুদ আমার আত্মীয় ,

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি