স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান ঈদ উপহার বিতরণ করেছেন রাজধানীর মতিঝিল, পুরানা পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস্য ভবন এলাকায় ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক , মাহমুদুল হাসান, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল নেতা নাসির উদ্দিন সুমন । বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক
শরীফুল ইসলাম ফারুকী। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা অভি, রাব্বি, আলামিন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা পারভেজ।
আফজাল রহমান বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরই অসহায় মানুষকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি। এ বছরও তারই ধারাবাহিকতায় ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি সামজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন উদ্যোগ নিয়েছি। আমি চেষ্টা করেছি, কিছু বাস্তুহীন মানুষের নিকট আমার এই ক্ষুদ্র উপহার পৌঁছে দিতে
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.