নারী-শিশুসহ বেনাপোল সীমান্তে আটক ৯ অনুপ্রবেশকারী

স্টাফ রিপোর্টার:

বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার বিকালে বেনাপোলের ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃরা হলেন— নড়াইলের নড়াইল উপজেলার বাগডাঙ্গা গ্রামের মিলন মোল্লা (২৭ ), কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের সাইদুল ইসলাম (২৭), মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রামের শিমুল হোসেন ( ৩২), যশোরের কেশবপুর উপজেলার করিমন বিবি (৫০), নড়াইল উপজেলার ছোট বাগডাঙ্গা গ্রামের জান্নাত (২৪), একই উপজেলার বাগডাঙ্গা গ্রামের বন্যা খাতুন (২২), একই উপজেলার বাগডাঙ্গা গ্রামের সোহাগী (২), নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের হালিমা খাতুন (৪) ও নড়াইল উপজেলার আমবাড়ি গ্রামের সোয়াইফা (৬০)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোলের ধান্যখোলা ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল গনি জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টের বিজিবির টহলদল তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

বুড়িচং প্রেসক্লাবের সাথে মালদ্বীপ বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুড়িচং উপজেলা প্রতিনিধি (কুমিল্লা):

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত । মঙ্গলবার (১৭ জুন) সকালে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুড়িচং প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তর  বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম।

বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার বুড়িচং প্রতিনিধি জহিরুল হক বাবুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের  বুড়িচং প্রতিনিধি মো. মোসলেহ উদ্দীন, সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক আমার সংবাদ এবং দৈনিক কুমিল্লার কাগজের বুড়িচং প্রতিনিধি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিনিদের সংবাদ  জেলা প্রতিনিধি মারুফ আহমেদ কল্প, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের  বুড়িচং প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকা কুমিল্লা জেলা প্রতিনিধি মুহা.শরীফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের  জেলা প্রতিনিধি মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক জবাবদিহির বুড়িচং প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক দৈনিক মুক্ত খবরের বুড়িচং প্রতিনিধি ফয়েজ আহমদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের কথার  বুড়িচং প্রতিনিধি আলমগীর হোসেন মোল্লা, সদস্য তাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান কালাম।

মতবিনিময় সভার শুরুতে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমকে বুড়িচং প্রেসক্লাব এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আগামী দিনগুলোতে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বুড়িচং প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্পর্ক আরও সু-দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সব শেষে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন‌ এবং বুড়িচং প্রেসক্লাবের নতুন হলরুমের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম