বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি

স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির সময় বিভিন্ন স্থানে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বিক্ষোভের নামে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে এসব কর্মকাণ্ডকে ‘গণবিচ্ছিন্ন’ ও ‘প্রতিকূল প্রভাব বিস্তারকারী’ বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও স্কলার মিজানুর রহমান আজহারি।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন:

“বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে, এরা সুযোগের অভাবে সৎ। এরা যেকোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়। মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত।”

এর আগে বিভিন্ন ইসলামী সংগঠন ও নাগরিক সমাজ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানালেও কিছু স্থানে বিক্ষোভ সহিংস রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নেপথ্য নায়করা এখনো গ্রেফতার হয়নি: ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ!

মাগুরা প্রতিনিধিঃ

বিশিষ্ট কবি, সাহিত্যেিক, নাট্যকার, গীতিকার ও সাংবাদিক রোস্তম মল্লিক এর ওপর সন্ত্রাসী হামলার নেপথ্য নায়করা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ। ধৃত ৭ আসামী পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। এতে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে কিশোর গ্যাং দ্বারা এই ঘটনা যারা ঘটিয়েছে তারা অনেক ক্ষমতাশালী লোক বলে ধারণা করা হচ্ছে। রোস্তম মল্লিক দেশের একজন প্রতিষ্ঠিত সাংবাদিক , কলামিস্ট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাকে কেন নির্মমভাবে হত্যা করার চেষ্টা চালানো হলো তার কোন জবাব মিলচে না। তবে পুলিশের ধারনা পূর্বপরিকল্পিতভাবে একটি দুষ্কৃতিকারী মহল এই ঘটনাটি ঘটিয়েছেন। এখন তারা গা ঢাকা দিয়ে আছে।

এ বিষয়ে কথা বললে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বলেন, অপরাধীরা যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাদের কোন ছাড় দেওয়া হবে না।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম