ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ওপর আরোপিত পারস্পরিক বা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

আর বাংলাদেশের ওপর পারস্পরিক শুল্ক কার্যকর স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রধান উপদেষ্টা লিখেছেন, “শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ অব্যাহত রাখব।”

এদিকে চীন বাদে যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো ৯০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি। বুধবার তিনি এ ঘোষণা দেন।

অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বেড়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, “বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে, সেটির ভিত্তিতে আমি চীনের ওপর শুল্কের পরিমাণ ১২৫ শতাংশে উন্নীত করছি। যা এ মুহূর্ত থেকে কার্যকর হবে।”

“একটা সময়ে, আশা করি দ্রুত চীন বুঝতে পারবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে ‘শোষন’ করার সময় বিষয়টি আর মানা হবে না।”— যোগ করেন তিনি।

অন্যান্য দেশগুলোর ওপর আরোপ করা পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার বিষয়টি জানিয়ে ট্রাম্প লিখেছেন, “বিপরীতভাবে, ৭৫টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য, বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা জালিয়াতি, অ-আর্থিক শুল্ক নিয়ে আলোচনার জন্য ডেকেছে। এবং এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি। তাদের জন্য আমি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছি। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিষয়টিতে মনযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ।”

ইউরোপে দাবানল গৃহহারা বহু মানুষ

ইউরোপে দাবানল গৃহহারা বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপের দেশগুলোতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। জ্বলছে আলবেনিয়া, বুলগেরিয়া, তুরস্ক ও গ্রিসের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর বনভূমি। গৃহহারা হয়েছেন বহু মানুষ। আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল মারাত্মক আকার ধারণ করেছে। কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে শত শত হেক্টর বনভূমি ও চারণভূমি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই দাবানলের পেছনে রয়েছে মানবসৃষ্ট অগ্নিসংযোগ ও চলমান তাপপ্রবাহ।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় হাঙ্গেরি, ক্রোয়েশিয়া ও ইতালি থেকে আকাশপথে সহায়তা আসছে। বুলগেরিয়ার পরিস্থিতিও ভয়াবহ। দেশজুড়ে ২৩০টির বেশি দাবানল সক্রিয় রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে তুরস্ক সীমান্তবর্তী এলাকায় আগুনের প্রকোপ সবচেয়ে বেশি। ইউরোপীয় ইউনিয়ন থেকে চারটি হেলিকপ্টার ও দুটি বিমান আগুন নেভাতে সহায়তা করছে। ১১টি অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগুনে পুড়ে গেছে বসতভিটা ও বিশাল বনভূমি।

তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বুরসারের আশপাশে দাবানল চরম আকার ধারণ করেছে। রাতের আঁধারে ছড়িয়ে পড়া আগুনে আতঙ্কিত হয়ে ঘর ছেড়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। পশ্চিমাঞ্চলীয় ইজমির ও বিলিসিক প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গ্রিসে আগুন ছড়িয়ে পড়েছে পিলোপনেস, এভিয়া, কিথিরা ও ক্রিটসহ একাধিক অঞ্চলে। সবচেয়ে বেশি বিপর্যস্ত রাজধানী এথেন্সের উত্তর দিকের কিছু এলাকা। তীব্র তাপপ্রবাহের মধ্যে হেলিকপ্টার ও বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে শতাধিক দমকল কর্মী। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই প্রতি বছর দাবানল আরও বিধ্বংসী হয়ে উঠছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা