যৌন হয়রানির শিকার ৭ বছরের শিশু

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরে পাউরুটি কিনতে গিয়ে ৭ বছরের শিশু যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে মধ্য বয়সি এক দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ওই দোকানি।

শনিবার(১২ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, শুক্রবার (১১ এপ্রিল) সকালে শহরতলির পশ্চিম গঙ্গাবর্দী এলাকার একটি দোকানে পাউরুটি কিনতে যায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী (৭)। ওই সময় দোকানদার আহাম্মদ শেখ (৫০) শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে যান। দোকানের মধ্যে থাকা একটি রুমে নিয়ে শিশুটিকে যৌন হয়রানি করে।

শিশুটির মা বলেন, শুক্রবার রাতে থানায় গিয়ে আহাম্মদ শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করি।

আহাম্মদ শেখ ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী এলাকার বাসিন্দা।

প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রাতে শিশুটির মা আহাম্মদ শেখকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

যশোর সংবাদদাতা:

যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে (৪৫) আটক করেছে অভয়নগর থানা পুলিশ । মান্নান অভয়নগরের গুয়াখোলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন পেশায় তিনি ফেরিওয়ালা। শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছেন , মঙ্গলবার (২ সেপটেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে গলায় ছুরি ধরে আব্দুল মান্নান শিশুটিকে একটি নির্মানাধীন ভবনের ভেতরে নিয়ে শিশুটির সঙ্গে বর্বর আচরণ করে মান্নান। পরে শিশুটিকে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্কুলে পাঠিয়ে দেয়।

বিকাল চারটায় বাড়ি ফিরলে মেয়ের অস্বাভাবিক আচরণ দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে মায়ের কাছে ঘটনা খুলে বলে শিশুটি। রাত ৮টার দিকে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসাপাতালে রেফার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফেরদাউস শান্ত।

অপরদিকে শিশুটির বাবা ও গ্রামবাসীদের সহায়তায় অভিযুক্ত মান্নানকে আটক করে অভয়নগর থানা পুলিশ। অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি কে এম রবিউল ইসলাম। যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত সুলতানা শেফা জানিয়েছেন, বিশেষ অর্গানে ব্যাথা নিয়ে শিশুটি হাসপাতালে আসে । তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান