তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিমানের সিপাহীর আয় বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে দুদক বিজিবির অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ শিক্ষকদের কর্ম-বিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষা পোল্ট্রি খামারের বিষাক্ত বর্জ্যে বিপন্ন জনজীবন টোল প্লাজার চেকপোষ্ট থেকে পিস্তল ও গুলিসহ আটক-১ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্ম বিরতি শুরু জেলা পরিষদ সদস্য সাথোয়াই প্রুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পরীক্ষার হলের দায়িত্বে অভিভাবকরা বরিশালে ভুয়া চিকিৎসক আটক কক্সবাজারের পর্যটন শৃঙ্খলা আনতে তৎপর ট্যুরিস্ট পুলিশ খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস : তারেক রহমান বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি! মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০ ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের নতুন কমিটি ঘোষণা সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন  দক্ষিণখানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ : কমিশন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন রাজউক এর সিআই সাব্বিরের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা সাগর–রুনি হত্যা মামলার তারিখ ১২২ বার পেছাল বন অধিদপ্তরে দুর্নীতির শাস্তির বদলে পদোন্নতি বন্যায় শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ সারা দেশে আজ মোবাইল ফোনের দোকান বন্ধ তিন বছর বয়সে সার্ভিয়া হাসান গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সেনা অভিযানে সহকারী কালেক্টর আটক নির্দিষ্ট স্টেশন না থাকায় যানজটের ভোগান্তি শিশুদের স্বাস্থ্য সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান এমপি হতে পারলে বাকি এমপিদের খবর আছে বিজিবির অভিযানে গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার ইনশাল্লাহ এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ১৯ দেশের নাগরিকদের পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র ইমরান খান জীবিত আছেন কিনা, প্রশ্ন ছেলের ডেঙ্গুতে একদিনে ভর্তি ৪১০ জন বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বিজিবি কর্তৃক পৃথক অভিযানে মদ ও গরু জব্দ স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন ফখরুল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দুর্নীতিতে আমাদের অভিজ্ঞতা নাই এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা গণতন্ত্রে ফেরার অপেক্ষায় গোটা জাতি: মির্জা ফখরুল ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএস ক্যাডার সাবেক ছাত্রলীগ নেতা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু ১৫০ আসনে জয়ের টার্গেটে জামায়াত

আইফোন স্যাটেলাইট সেবা পাবে

তাদের ‘আইফোন ১৪’ বাজারে চালু হবে ঘোষণা দিয়ে অ্যাপল জানিয়েছে, আসন্ন স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার, নাম ‘ইমাজেন্সি এসওএস’, এই ফোনেই যুক্ত করবে। যখন তাদের কল সার্ভিস কাজ করবে না, তখন প্রতিষ্ঠানটির এই নেক্সট-জেনারেশন ফোনগুলো ব্যবহার করতে টুলটি সাহায্য করবে। এজন্যই তারা সুবিধাটি নিয়ে আসবেন। কয়েক বছর কাজ করে প্রক্রিয়ার মাধ্যমে স্বপ্নটিকে তারা সত্যি করছেন।

অ্যাপল আরো বলেছে, নকশাটি তৈরি করা হয়ে গিয়েছে, সুবিধাটি ব্যবহার করার উপায়গুলো তৈরি করা হয়েছে নির্দিষ্ট প্রযুক্তির মাধ্যমে। তারা ‌‘আইফোন ১৪’তেই এই সুবিধাটি লাভ করবেন। কোনো টেলিস্টেরিয়াল টাওয়ার না থাকলেও স্যাটেলাইটের সঙ্গে উন্নততর প্রযুক্তির মাধ্যমে ফোন গ্রাহকরা যোগাযোগ করতে পারবেন।

এই নভেম্বর মাসে সেবাটি অ্যাপল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা জুড়ে চালু করবে।

তাদের অ্যাপল ১৪’র শুরুর দাম ৭৯৯ ডলার।

‘স্টেশনারি সেল টাওয়ারগুলো বাদেও কমিউনিকেশন স্যাটেলাইগুলো বিশ্ব থেকে কয়েকশ মাইল ওপরে। তারা ঘন্টায় ১৫শ মাইল করে উড়ছে। এই স্যাটেলাইটগুলোর সঙ্গে সংযুক্ত হতে প্রয়োজন ক্রেতাদের একটি পরিস্কার আকাশ। এর ব্যান্ডউইথ এত কম ,যে একটি এসএমএস পাঠানো প্রাযুক্তিগত চ্যালেঞ্জ’, বলেছেন অ্যাপলের স্যাটেলাইট বিশেষজ্ঞ কর্মকর্তা অ্যাশলে উইলিয়ামস। তিনি আরো জানিয়েছেন, ‘সাধারণত এমন নেটওয়ার্কে যুক্ত হতে একটি ব্যয়বহুল ডিভাইস প্রয়োজন। অ্যাপলের আইফোনের গ্রাহকরা সেটি একটি ভারী বাইরে থাকা অ্যান্টেনার মাধ্যমে করবেন। আইফোনে এই পদ্ধতি কাজ করে না বলে আপনারা জানেন, ফলে আমাদের অন্য পথ ধরতে হয়েছে।’

আইফোন ১৪’তে একটি বিল্ট-ইন অ্যান্টেনা থাকবে। সেটির মাধ্যমেই স্যাটেলাইটগুলোর সঙ্গে যোগাযোগ করবে। ফলে অনেক বছর আগের ভারী ফোনের মতো হবে না এটি। বদলে এই ফোন বাজারে আসবে সম্পন্ন সফটওয়্যারের মাধ্যমে। সেটি তাদের জানাবে কোন পয়েন্টে তাদের স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হতে হবে। এই স্যাটেলাইট সুবিধাটি কাজ করবে যেখানে আর কোনোভাবেই নেটওয়ার্ক নেই। যখন তারা স্যাটেলাইট পাবেন, তারা পাঠাতে ও গ্রহণ করতে স্বক্ষম হবেন জরুরী সাহায্য।

প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, তারা এসএমএসের ক্ষেত্রে সংকোচনের প্রাযুক্তিক সুবিধা ব্যবহার করেছেন। ফলে ১৫ সেকেন্ডের মধ্যে একটি পরিস্কার আকাশে নির্দিষ্ট শব্দের মধ্যে এসএমএস পাঠাতে পারবেন। তবে গাছের পাতায় ঢাকা আকাশে তাদের এই সেবা ও এসএমএস পাঠাতে কয়েক মিনিট লেগে যাবে। তাদের একটি সুবিধা কাজ করবে এসএমএসভিত্তিক যোগাযোগ ব্যবস্থায়।

তিনি জানিয়েছেন, এই সেবাও জরুরী সেবাদান কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করতে পারবেন তারা। অ্যাপল ‘রিলে সেন্টার’র মাধ্যমে টেক্সট ম্যাসেজগুলো আদান-প্রদান করবে। তাদের এই টুলটি অজরুরী অবস্থাগুলোতেও ব্যবহার করা যাবে। যেমন ফোন ব্যবহারকারী পাহাড়ে বা দুর্গম কোনো স্থানে বেড়াতে গিয়েছেন। তারা তাদের পরিবারকে নিজেদের সর্বসাম্প্রতিক অবস্থাগুলো জানাতে চান।

‘আইফোন ১৪’তে দুই বছরের মধ্যে বিনামূল্যে ব্যবহার করা যাবে’, জানিয়েছেন অ্যাপলের আইফোন বিপনন বিভাগের ভাইস প্রেসিডেন্ট কায়ান ড্রান্স। তবে তিনি জানাননি, সেবাটি পাওয়ার পর আইফোনের দাম কত রাখা হবে।

‘স্যাটেলাইট ডিভাইস যুক্ত করার পর সংবাদমাধ্যমের শিরোনামগুলো দখল করে নেবে আইফোনগুলো’, বলেছেন অ্যাপলের সিসিএস ইনসাইট বিভাগের প্রধান বিশ্লেষক বেন উড। তিনি আরো বলেছেন, ‘স্যাটেলাইট সুবিধার জন্য আমাদের বিনিয়োগকে অবিবেচনা করা উচিত নয়। এজন্য অ্যাপলের কয়েক বছর কেটেছে। আমরা স্যাটেলাইট সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবালস্টারের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তিও করেছি। তৈরি করেছি জরুরীভিত্তিতে ম্যাসেজ দেওয়া-নেওয়ার জন্য অবকাঠামোও।’

গ্লোবালস্টার নিশ্চিত করেছে, একটি বাণিজ্যিক চুক্তির মাধ্যমে তারা এই প্রকল্পের ঠিকাদার হয়েছেন।

তবে অতিরিক্ত তথ্যের ইমেইলের কোনো জবাব দেয়নি অ্যাপল।

টি-মোবাইলের ডেড-জোনে যুক্ত হবার পরিকল্পনার ঘোষণার পর অ্যাপল ঘোষণাটি দিয়েছে।

টি-মোবাইল নতুন স্পেস এক্স স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করে এই সার্ভিসটি ব্যাকআপ সেবা হিসেবে আনবে। ডেড জোনগুলোতে পূর্ণ গতির ইন্টারনেট সেবা দেবার মার্কেটিং করেছেন তারা। যদিও একবার তারা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, টি-মোবাইল ক্রেতাদের বর্তমান ফোনগুলোতে এই সেবা দেওয়ার জন্য কাজ করছেন। তবে আগামী বছরের শেষ ছাড়া সেবাটি বাজারে আসবে না.

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

সবুজ বাংলাদেশ ডেস্ক: বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে একতরফা চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম। বুধবার (১৩ নভেম্বর) এই রিট পিটিশন দায়ের করেন তিনি। জানা গেছে, বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে এই রিট দায়ের করেছেন এম. আবদুল কাইয়ুম। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হবে। এর আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম কাইয়ুম। আইনি নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়। সে সময় জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছিল। লিগ্যাল নোটিশের জবাব

আরও পড়ুন
language Change