স্টাফ রিপোর্টার:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন করে বিক্ষোভের ঢেউ উঠেছে। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, শিকাগোসহ দেশটির বড় বড় শহরে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে।
বিক্ষোভটি ‘৫০৫০১’ নামে পরিচিত—যার অর্থ, ৫০টি রাজ্যে ৫০টি বিক্ষোভ, একটিই আন্দোলন। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের ২৫০তম বার্ষিকীকে স্মরণ করে আয়োজন করা হয়েছে।
বিক্ষোভকারীরা হোয়াইট হাউজের সামনেই শুধু নয়, টেসলার বিভিন্ন ডিলারশিপ ও শহরের কেন্দ্রস্থলগুলোতেও জড়ো হন। তাঁরা ট্রাম্পের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন—বিশেষ করে সরকারি চাকরি ও ব্যয় সংকোচনের মতো উদ্যোগ নিয়ে।
রাজনীতিতে ট্রাম্পের পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত এপ্রিলে ‘হ্যান্ডস অফ’ আন্দোলনেও ব্যাপক জনগণ অংশ নিয়েছিল।
জনমত জরিপগুলো বলছে, ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। আন্দোলনকারীরা তার প্রশাসনের নানা সিদ্ধান্ত—যেমন সরকারি খাতে ছাঁটাই, রাষ্ট্রীয় ব্যয় হ্রাস, ও আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক আরোপ—নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
চলতি মাসের শুরুতেও প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। মূলত প্রশাসনিক সংস্কার ও প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ থেকেই এসব বিক্ষোভের সূত্রপাত।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক নির্বাহী আদেশ ও বিতর্কিত সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
২০১৭ সালেও, ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছিল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.