স্পোর্টস ডেস্ক:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি মাঠে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ রোববার সকাল ১০টায়।
এরই মধ্যে টস হয়ে গেছে। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছিল পেসার তানজিম হাসান সাকিবকে। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে ডানহাতি পেসারের বাংলাদেশ দলের জার্সিতে টেস্ট খেলার স্বপ্ন পূরণে অপেক্ষা বাড়লো। আজ রোববার একাদশে রাখা হয়নি তানজিমকে।
একাদশ ঘোষণার আগ পর্যন্ত আরেকটি আলোচনা ছিল উইকেটকিপিং নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে জাকের আলী অনিক নাকি মাহিদুল ইসলাম অংকন- কে থাকবেন উইকেটরক্ষক; তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের নিরসন হয়েছে মাহিদুলকে বাদ দিয়ে।
দলে রয়েছেন তিন পেসার- হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ আহমেদ।
বাংলাদেশ একাদশ:
মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ:
বেন কারেন, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, বিলেসিং মুজারাবানি, ভিক্টর নুয়াসি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.