বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার:

সাহসিকতা, সেবা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হচ্ছে। আগের বছরগুলোর তুলনায় এবার পদকের সংখ্যা অনেক কমিয়ে আনা হয়েছে।

বিপিএম (সাহসিকতা ও সেবা) এবং পিপিএম (সাহসিকতা ও সেবা)—এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। পুলিশ সদর দপ্তর থেকে তালিকা চূড়ান্ত করে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। গেজেট প্রকাশ হবে চলতি সপ্তাহেই।

২৯ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইনসে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ’। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন। তিনি এই অনুষ্ঠানের উদ্বোধন ও বিশেষ দরবারে সভাপতিত্ব করবেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, “এবার যাদের সাহসিকতা ও নিষ্ঠার প্রমাণ আছে, কেবল তাদেরই পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।”

 

সংবাদ প্রকাশের পর ফায়ারের ডিডি জসিমের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার: অনুসন্ধানী সংবাদমাধ্যম দৈনিক সবুজ বাংলাদেশ এ ফায়ার সার্ভিসের ডিডি জসীমউদ্দীনের ঘুষ দুর্নীতি ও নারী কেলেঙ্কারির সংবাদ প্রচারের পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ হিসেবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

ডিডি জসীমউদ্দীনের বিরুদ্ধে সংবাদ প্রচারের পর ফায়ার সার্ভিসের একটি মহল তাকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল। এমনকি বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী নারীর স্বামীকে ডেকে এনে ভয়-ভীতি দেখে মুচলেকা দিতে বাধ্য করা হয়।

পরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইন উদ্দিন এবং পরিচালক প্রশাসন ওয়াহিদুল ইসলামের নির্দেশে এই বিষয়ে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে উপ-পরিচালক (রংপুর) দিনমনি শর্মার নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, তদন্ত কমিটির যাচাই-বাছাই শেষে জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, প্রশাসন অর্থ বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন এর বিরুদ্ধে তার অধীনস্থ নারী কর্মচারীকে যৌন হয়রানি ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগ নিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক গুঞ্জন চলছিল যা নিয়ে দৈনিক সবুজ বাংলাদেশ সহ দেশের একাধিক সংবাদ মাধ্যম সংবাদ প্রচার করে।

ডিডি জসিম উদ্দিন এর বিরুদ্ধে এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি(বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম