গাইবান্ধা-৫ উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী রিপন 

জাতীয় সংসদের সদ্য সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) নৌকার টিকেট পেয়েছেন মাহমুদ হাসান রিপন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য।

 

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে রিপনকে চূড়ান্তভাবে মনোনীত করে আওয়ামী লীগ।

 

এর আগে গত ২৩ জুলাই মারা যান সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

চন্দনাইশে বই বিনিময় উৎসব অনুষ্ঠিত

এস.এ.এম. মুনতাসিরঃ

পড়া হয়ে গেছে, এমন বইটি জমা দিয়ে নেয়া যাবে অন্য কোনো বই। ভাষার মাসে ‘আসক্তি মাদকে নয়, বইয়ে হোক’এ স্লোগানে ঢাকা ও চট্টগ্রামের পর চন্দনাইশে ২য় বারের মত অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী এক বই উৎসব।

রবিবার (২৬শে ফেব্রুয়ারি) চন্দনাইশ সমিতি-ইউএই এর সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই বই উৎসব। এতে বিনিময় হয়েছে হাজারেরও অধিক বই। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ, বুক রিভিউ, বুক ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিখর স্বেচ্ছাসেবী সংগঠন অনুষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করে।

ভাষাসৈনিক আবুল কালাম আজাদের পুত্র লেখক, গবেষক ও শিক্ষক শাহজাহান আজাদের সভাপতিত্বে বই বিনিময় উৎসবে প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত, প্রধান বক্তা ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল হক চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির মাস্টার, গাছবাড়ীয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন, কবি আবু মুছা চৌধুরী, চন্দনাইশ সমিতি-ইউএই এর অর্থ সম্পাদক মো. কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মামুন, সহ-প্রচার সম্পাদক এম.এ রহিম, প্রবীণ শিক্ষক মৃদুল কান্তি চৌধুরী, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক ছৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক এম.এ হামিদ, সাংবাদিক এস.এ.এম মুনতাসির, লেখক মাজাহার হেলাল প্রমুখ।

সাফাত বিন সানাউল্লাহ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওহিদুল আলম রাকিব, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিনয় মিত্র (নিমফুল), সাধারণ সম্পাদক শফিউল আলম রাকিব, সাবরিনা আলম মুমু, সালমা সুলতানা পিংকি, মো. জোবায়েদ আলী সাজ্জিল, রাবিছা হক, উম্মে সালমা সামিয়া, আফরা নূর, তানজু আকতার, জান্নাতুল মাওয়া, নিলুফা আকতার, এ.বি.এস ফাহিম, জেসমিন, ফরহাদ ইবান, জাহেদুল ইসলাম, রিচি বড়ুয়া, তাহমিদ, নুর মোহাম্মদ সাকিব, কাজী তাহসীন, রাহাত উদ্দীন, আরিফুল ইসলাম, ফাহিম, মিনহাজ উদ্দীন, আনোয়ার ইসলাম, শান্তা ইসলাম, রিনা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত বলেন- জ্ঞাননির্ভর সমাজ গঠনে বই পাঠের বিকল্প নেই। আমাদের তরুণ শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি করছে চন্দনাইশ বই বিনিময় উৎসব উদযাপন পরিষদ। এটি একটি মহৎ উদ্যোগ তাদের সর্বাত্মক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া