সাংবাদিকের কাছে তথ্যের সোর্স জানতে চান  অরবিটেক কোম্পানীর এমডি

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি খাল দখল করে ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে ভবন নির্মান ও ২২ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকার কেরানীগঞ্জে রাজউক এর উচ্ছেদ দঅভিযানে হামলা ও সাংবাদিক আহত করার তথ্য নিয়ে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার (অপরাধ অনুসন্ধান) মাহতাবুর রহমান প্রতিবেদন প্রকাশ করে। সংবাদের শিরোনাম ছিল “মোহাম্মদপুরে খাল ভরাট করে ভবন নির্মাণ করছে ডেভেলপার কোম্পানী অরবিটেক”। এই সংবাদ প্রকাশের পরে ২৭ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যা ৭:৪৮ মিনিটে সাংবাদিক মাহতাবুর রহমানকে কল করেন অরবিটেক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জমান। তিনি কল করে সংবাদের সোর্স জানতে চান যা সংবিধানের ৩৯ অনুচ্ছেদের স্পস্ট লংঘন।

এছাড়াও ২০২২ সালের ২৩ অক্টোবর মহামান্য সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গালু প্রদর্শন করা। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রায়ে বলেন সাংবাদিকরা তাদের নিউজের সোর্স কারও কাছে প্রকাশে বাধ্য নয়।

রায়ে আরও বলা হয়েছে দুর্নীতি এখন একটি বৈশ্বিক বিষয়ে পরিণত হয়েছে। অনিয়ম, অর্থপাচারসহ নানা দুর্নীতির বিরুদ্ধে জনস্বার্থে প্রতিবেদন প্রকাশ করে সাংবাদিকরা। দুর্নীতির মত গুরুতর বিষয়ে প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে নানা তথ্য সূত্র ব্যবহার করে থাকেন তারা। এই তথ্য সূত্র কে বা কারা সেটা প্রকাশ করতে সাংবাদিকরা বাধ্য নয়। আইন তাদেরকে এ সুরক্ষা দিয়েছে।

অরবিটেক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জমানের প্রশ্ন আপনার সোর্স কে এর উত্তরে সাংবাদিক মাহতাবুর রহমান বলেন সাংবাদিকদের সোর্স এর সুরক্ষার জন্য হাই কোর্টের নির্দেশনা রয়েছে। সংবাদে তথ্যের বিভ্রাট থাকলে আপনি প্রতিবাদ করতে পারেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম