শামীম রহমান:
আজ বিকাল ৪ ঘটিকায় ঢাকা কমিউনিটি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয় । ৭ বেডের এই ডায়ালাইসিস সেন্টারের নাম চাকলাদার ডায়ালাইসিস সেন্টার । ডায়ালাইসিস সেন্টারের আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট সমাজ সেবক এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব খায়রুল আলম চাকলাদার ।
ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে জনাব খায়রুল আলম বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল চিকিৎসা সেবা বিশেষ করে নিম্নবিত্ত সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে যে অবদান রেখে আসছে তা সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে চিকিৎসা সেবায় ঢাকা কমিউনিটি হাসপাতালের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত আনন্দিত ও নিজেকে ধন্য মনে করছি। এবং এই সুযোগ প্রদানের জন্য ঢাকা কমিউনিটি হাসপাতালের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । জনাব খায়রুল আলম আরো বলেন সেন্টার চালু হলে প্রথম ৫০০ রোগীকে তিনি সহযোগিতা প্রদান করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর কাজী কামরুজ্জামান, প্রফেসর মাহমুদর রহমান, কাজী হাবিবুর রহমান, প্রফেসর ডা: ওমর শরীফ ইবনে হাসান, ডা: ফুয়াদুল ইসলাম, জনাব গোলাম মোস্তফা, জনাব ওয়াকার হোসেন ,মো: আরিফুল ইসলাম , সুকুমার চক্রবতী, মোঃমুতাসিম আলী,মোঃআশিকুর রহমান স্বাধীন ,জনাব খায়রুল আলমের পরিবারবর্গ এবং ঢাকা কমিউনিটি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ । ট্রাস্ট চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান জনাব খায়রুল আলমকে তাঁর বদান্যতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.