ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার:

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র গঠনে মৌলিক বিষয়গুলোয় একমত হতে এবং ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে। এ জন্য দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রবিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠকে এ আহ্বান জানান তিনি।

আলী রীয়াজ বলেন, আগামী ১৫ মে’র মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করা হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ঐকমত্যের দায়িত্ব কেবল কমিশনের নয়, আপনারাও সহযোগিতার ভিত্তিতে কথা বলুন। আমাদের ভূমিকা অনুঘটকের। এক জায়গায় আসার জন্য আপনারাও সহযোগী রাজনৈতিক শক্তিকে অনুপ্রাণিত করবেন।

এছাড়া, রাজনৈতিক দলগুলোকে অন্যান্য দলের সাথে আলোচনার আহ্বান জানান আলী রীয়াজ।

ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান শাহ্ নিসতার জাহান কবীর

জবি প্রতিনিধি:

ডীন সামাজিক বিজ্ঞান অনুষদ ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১১(১০) এর ধারা মতে উপাচার্যের ক্ষমতাবলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  অধ্যাপক ড. শাহ্ মো: নিসতার জাহান কবীর-কে সিন্ডিকেট রিপোর্ট সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়।

৫ নভেম্বর ২০২৪ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক অফিস আদেশে তা জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। এ আদেশ ০৬/১১/২০২৪  হতে কার্যকর হবে।

 

সবা:স:জু-৩২/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম