বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে ছাড়াতে চাওয়া সেই তামান্না গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের আলোচিত জোড়া খুন মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্ত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁওয়ের বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ‘চলমান জোড়া খুন মামলার অংশ হিসেবে তামান্না শারমিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।’

এর আগে, গত ১৫ মার্চ রাজধানীর একটি শপিং মল থেকে তামান্নার স্বামী সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তামান্না টাকার বান্ডিল ছুড়ে সাজ্জাদকে দ্রুত জামিনে মুক্ত করার ঘোষণা দেন। ওই ভিডিওতে তিনি বলেন, ‘মামলা থাকলে গ্রেফতার হবেই, কিন্তু ১০–১২ দিনের মধ্যেই আমার স্বামী জামিনে বের হয়ে আসবে।’

ভিডিওতে আরও দেখা যায়, তিনি প্রতিপক্ষদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এতদিন আমরাই পালিয়ে ছিলাম, এবার পালানোর পালা তোমাদের। খেলা শুরু হবে এখন।’

উল্লেখ্য, গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেট কারে গুলি করে হত্যা করা হয় দুজনকে। নিহতদের একজনের মা বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাজ্জাদ, তামান্না এবং আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর থেকেই পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তারসহ একাধিক কারণে এই জোড়া খুনের ঘটনা ঘটে। এসব বিষয় মাথায় রেখেই তদন্তে অগ্রসর হচ্ছে পুলিশ।

বন সংরক্ষকের অপসারনের দাবীতে বিএফএ চট্টগ্রাম অঞ্চলের মানববন্ধন

চট্টগ্রাম অফিস :
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ), চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্ধ গতকাল চট্টগ্রামের নন্দনকানন বন পাহাড়ে বন সংরক্ষক চট্টগ্রামের অপসারনের দাবীতে মনববন্ধন সহ কর্মসূচী ঘোষনা করেন। সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (BFA) একটি পেশাজীবি সংগঠন। এ সংগঠনটি শহীদ সাজ্জাদ ও শহীদ ইউসুফ এর তাজা রক্তের উপর প্রতিষ্ঠিত। মাঠ পর্যায়ের সকল ফরেস্টারগণ এ সংগঠনকে অন্তরে লালন ও ধারণ করে। ফরেস্টারগণের মাঠ পর্যায়ের সকল অধিকার ও দাবি আদায়ে সোচ্চার একটি সংগঠন।

গত ০৪/০৫/২০২৫ খ্রিঃ তারিখ (BFA) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ সরওয়ার জাহান মোবাইলে বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল ড. মোল্লা রেজাউল করিম মহোদয়ের অনুরোধের প্রেক্ষিতে ০৫/০৫/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ৬.০০ ঘটিকায় তাঁর দপ্তরে (BFA) সদস্যদের সাথে চট্টগ্রাম সার্কেলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা আহ্বান করেন। তার পরিপ্রেক্ষিতে (BFA) এর সকল সদস্য বন সংরক্ষকের দপ্তরে উপস্থিত হন। (BFA) এর সদস্যগণ বন সংরক্ষকের অফিসে অবস্থান করা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ বলে অফিস ত্যাগ করেন। (BFA) চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সরোয়ার জাহান মোবাইল ফোনে তাঁকে কল করে পূর্ব নির্ধারিত সভা অনুষ্টিত হবে কিনা জানতে চাইলে, তিনি ডাঃ দেখিয়ে (BFA) এর সদস্যদের সাথে বসবেন বলে জানান। পরবর্তীতে তিনি সভাপতি মোঃ সরওয়ার জাহান এর মোবাইলে তার ব্যাক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তিন ফরেস্টারদের বেজন্মা, জারজ, মহিলা দলের সদস্য এবং ছাগল হিসেবে কুরুচিপূর্ন মন্তব্য করে মেসেজ পাঠান।

এরই প্রেক্ষিতে, (BFA) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক হিসাবে অত্র সংগঠনের পক্ষে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁর এমন কুরুচিপূর্ণ আচরণে মাঠ পর্যায়ে প্রশাসন ভেঙে পড়েছে। অবিলম্বে এমন হীন মন মানসিকতার অফিসারকে চট্টগ্রাম সার্কেল থেকে অপসারণ করার জোর দাবিও জানান। এছাড়া সংগঠনের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ড. মোল্লা রেজাউল করিম, বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চলের অপসারনের দাবিতে স্মারকলিপি প্রদান। ও আগামী ০৭/০৫/২০২৫ খ্রিঃ তারিখ হতে ড. মোল্লা রেজাউল করিম, বন সংরক্ষককে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক পদ হতে অপসারণ না করা পর্যন্ত সকল বিভাগীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন