এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি

স্টাফ রিপোর্টার:

দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। একইসঙ্গে একত্রিত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

আইএমএফের শর্ত মানতে রাজস্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে সরকার সোমবার রাতে এই প্রজ্ঞাপন জারি করে। অধ্যাদেশের মাধ্যমে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগে কিছু পদে পরিবর্তন আনা হয়েছে এবং প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

নতুন অধ্যাদেশে, রাজস্ব নীতি বিভাগকে কর আইন প্রয়োগ এবং কর আদায়ের পরিস্থিতি মূল্যায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে, যা আগে ছিল পরিবীক্ষণ। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে এখন অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা নিয়োগ পাবেন।

আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, এনবিআর-এর পূর্বের জনবলকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে কিছু কর্মী রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে।

এদিকে, এই অধ্যাদেশের বিরোধিতা জানিয়ে এনবিআর-এর কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা, নন-ক্যাডার কর্মচারী, তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা মিলে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে সোমবার থেকে অবস্থান ধর্মঘট শুরু করেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। আগামী তিন মাসে লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে প্রতিদিন ২,২৭৫ কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে। এ অবস্থায় কর্মবিরতি চলতে থাকলে সরকারের জন্য বড় ধরনের রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা আরও জানাচ্ছেন, প্রজ্ঞাপন জারির পর তাদের মধ্যে কোনো আশাব্যঞ্জক পরিবর্তন দেখা যায়নি। আজ (মঙ্গলবার) ঢাকার এনবিআর ভবনে কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে কর্মীদের প্রতিক্রিয়া জানা যাবে।

তিতাস গ্যাসের ৮৭৫ তম বোর্ড সভা

সোহরাওয়ার্দীঃ
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র (১০ম-২০২৫) ৮৭৫ তম বোর্ড সভা বুধবার ২৮ মে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীদের বোনাসের বিষয়টি অগ্রধিকার ভিত্তিতে আলোচনা হবে এই বোর্ড সভায়। তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই ভোট সভায় উপস্থিত থাকবেন তিতাস বোর্ডের চেয়ারম্যান, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় সাইফুল্লাহ পান্না, তিতাস বোর্ডের পরিচালক, বিপিডিবি চেয়ারম্যান রেজাউল করিম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এস এম মাইনুদ্দিন, জ্বালানি ও খনির সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-২) তিতাস বোর্ডের পরিচালক মোঃ হাসানুল মতিন, বিসিআইসি চেয়ারম্যান তিতাস বোর্ডের পরিচালক মোঃ ফজলুর রহমান,স্কুল অব বিজনেস ইকোনমিক্স এর প্রফেসর ও ডিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তিতাস বোর্ডের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ডঃ মোহাম্মদ মুসা, অতিরিক্ত সচিব তিতাস বোর্ডের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সালিমা জাহান এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম