এবার শিরোপা জিতে দেশে ফিরতে চান সাবিনারা

 

দ্বিতীয়বারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবারের আসরে এখনও পর্যন্ত প্রতিটি দলের বিপক্ষেই দাপুটে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৯ সেপ্টেম্বরে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ। এর আগে ফাইনাল নিশ্চিত করার ম্যাচে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে বড় অবদান রাখেন লাল-সবুজের নারী দলের অধিনায়ক সাবিনা। পূর্ণ করেন হ্যাটট্রিক। এবারের সাফে ৪ ম্যাচে এখন পর্যন্ত সাবিনার গোল ৮টি। সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশের এই গোল মেশিন।

২০১৬ সালে প্রথমবার ফাইনালে উঠেও ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল লাল-সবুজের দলটির। সেবার ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হতে হয়েছিল তাদের। ওই সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাবিনা। ছয় বছর পর আবারও ফাইনালে সাবিনার দল। এবারও দলের নেতৃত্বও তার কাঁধে।

তবে এবার রানার্সআপ নয় বরং শিরোপা জিতে দেশে ফিরতে চান বাংলাদেশের মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করার পর নেপাল থেকে ঢাকাপ্রকাশের সঙ্গে আলাপচারীতায় এ কথা জানান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

সাবিনা খাতুন ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা। আমরা ফাইনালে উঠেছি। এবার ট্রফিটা নিতে চাই।’

এবারের সাফ টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনও গোল হজম করেনি বাংলাদেশ। কারণ হিসেবে সাবিনা বলেন, ‘ বাংলাদেশের মহিলা ফুটবলের যে উন্নতি হয়েছে, সেটার প্রমাণ মাঠে আমরা দিচ্ছি। আশা করি এই ধারাবাহিতাকতা ফাইনাল ম্যাচেও অব্যাহত রাখতে পারব।’

হ্যাটট্রিকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিজ্ঞতাই অন্যদের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। আমি সবসময়ই বলি অভিজ্ঞতা অনেক বড় ভূমিকা পালন করে। ফিনিশিংয়ে আমার অভিজ্ঞতা আমাকে এগিয়ে দিয়েছে।’

আগামী ম্যাচেও নিজেদের পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে সাবিনা খাতুন বলেন, ‘ফাইনাল ম্যাচেও আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। আমি বিশ্বাস করি আমরা পারব।’

এ সময় প্রতিটা জয়ের পেছনে সকল কৃতিত্ব কোচ গোলাম রব্বানী ছোটনকে দেন সাবিনা খাতুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এই জয়ের সব কৃতিত্ব স্যারকে দেব। নারী ফুটবলের শুরু থেকে স্যার আমাদের সঙ্গে আছেন। স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশ আজ ফাইনালে পৌঁছাতে পেরেছে। আর এবার আমরা একটা স্বপ্ন নিয়ে এসেছি। চেয়েছি দেশকে ভালো কিছু উপহার দেব। এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

হোমনায় হত্যা মামলায় জামিন পেলেন ইউপি চেয়ারম্যান:ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ

সৈয়দ আনোয়ার, হোমনা থেকে:

কুমিল্লার হোমনায় হত্যা মামলায় আদালত থেকে জামিন পেলেন উপজেলার আসাদপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন পাঠান। জামিন পেয়ে বাড়িতে ফিরলে তাকে ফুল দিয়ে বরণ করে নিতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সাধারণ সদস্য সহ শতশত নারী পুরুষের ঢল নামে।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে একটি হত্যা মামলায় ১৬ মাস কুমিল্লা কারাগার থেকে কারাভোগ শেষে জামিনে মুক্তি লাভ করে তাঁর নিজ এলাকা আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামে রাতে পৌঁছলে, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোঃ মুকবুল পাঠান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ এলাকার শত শত নারী-পুরুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়।

জামিন পাওয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান বলেন,আমি এই ইউনিয়নের পর পর চার বার জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আমি ও আমার পরিবার মানুষের জন্য কাজ করি,আসাদপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন সহ মানুষের জীবনমান সহজ করতে ধারাবাহিক কাজ করছি। ফলে উন্নয়ন বিরুধি একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাকে সহ আমার পরিবারকে হয়রানী করছে। সর্বশেষ একটি হত্যা মামলায় ষড়যন্ত্রমুলক ভাবে আমাদের জরিয়ে বিনা অপরাধে জেল খাটিয়েছে।

আমি চারবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। আজ আমার ইউনিয়নের শতশত নারী পুরুষ আমাকে ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে ভালবাসার স্বাক্ষর রেখেছে।

এসময় তিনি সঠিক তদন্তপূর্বক এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি এই বিবেদ ভুলে সবাইকে ইউনিয়ন গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি