কার্যকরী সভায় কদমতলী থানা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আয়েশা আক্তার :

কদমতলী থানা প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ মাহফুজে এর সভাপতিত্বে এমপা’য় অনুষ্ঠিত সভায় সাবেক প্রতিষ্ঠাতা আইন বিষয়ক সম্পাদক এ্যাড.মহিউদ্দীন আহমেদ শাহীন(আহবায়ক) ও ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান(সদস্য সচিব)ঘোষনা করে কদমতলী থানা প্রেসক্লাব এর একটি কার্যকরী সভার আয়োজন করা হয়।
এ্যাডভোকেট মহিউদ্দীন পাঠাগার (এমপা) রায়েরবাগ,কদমতলী, ঢাকাস্থ অফিসে ১৬ই মে ২০২৫ইং সোমবার এ্যাড. মহিউদ্দিীন আহমেদ শাহীন(প্রতিষ্ঠাতা আইন বিষয়ক সম্পাদ)এর উপস্থাপনায় মোঃ কামরুল ইসলাম(প্রতিষ্ঠাতা পাঠাগার সম্পাদক)এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
কদমতলী প্রেস ক্লাব স্থাপিত:২০০৯ রেজি নং ৯৬৬০। সভায় পূর্বের প্রতিষ্ঠাকালীন কমিটির সম্মানিত সাতজন সদস্য উপস্থিত ছিলেন। ভার্চুয়াল উপস্থিতিতে ছিলো আরও পাঁচজন। সাধারণ আলোচনা শুরুতে পূর্বের প্রতিষ্ঠাকালীন ২৭ সদস্যবিশিষ্ট কমিটিতে যারা ইন্তেকাল করেছেন তাদের স্বরণে শোকপ্রস্তাব উত্থাপন,গ্রহণ করে প্রয়াত সদস্যদের সন্মানে এক মিনিট নীরবতা পালন করা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।অনুষ্ঠিত সভায় সবার উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক সূচনা বক্তব্য প্রদান করেন সভাপতি আব্দুল আজিজ মাহফুজ।পর্যায়ক্রমে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন, ইন্জিনিয়ার মাহমুূুদুল হাসান,এস এ রায়হান,(প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক),মোঃ কামরুল ইসলাম(প্রতিষ্ঠাতা পাঠাগার বিষয়ক সম্পাদক),মোঃ হানিফ কাজী(প্রতিষ্ঠাতা ক্রীড়া বিষয়ক সম্পাদক),মির্জা হোসেন পোকরাজ,(প্রতিষ্ঠাতা সহ অর্থ বিষয়ক সম্পাদক),মোঃ ফিরোজ আহম্মেদ সুমন(প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য),এবং এ্যাড. মহিউদ্দীন আহমেদ শাহীন (প্রতিষ্ঠাতা আইন বিষয়ক সম্পাদক)।অনুষ্ঠানের শেষে সভাপতি আব্দুল আজিজ মাহফুজের দিকনির্দেশনা মূলক বক্তব্যের মধ্য দিয়ে সাধারণ আলোচনার সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে সভায় পূর্বের দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠাকালীন কদমতলী প্রেসক্লাবের সদস্যদের অনুমতি ক্রমে স্থানীয় কিছুসংখ্যক সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। পূর্বের প্রথম পর্বের সাধারণ আলোচনার আলোকে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।এ্যাড.মহিউদ্দীন আহমেদ শাহীন(আহ্বায়ক),এসএ রায়হান ও মোঃ হানিফ কাজি (যুগ্ম আহ্বায়ক),
ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান(সদস্য সচিব),মির্জা হোসেন পোকরাজ(সদস্য),মোঃ কামরুল ইসলাম(সদস্য),মোঃ ফিরোজ আহম্মেদ সুমন(সদস্য),মোঃ মুস্তাফিজুর রহমান(সদস্য),মোঃ ফারুক আহমেদ(সদস্য)আয়েশা আক্তার(সদস্য),রাহাত হোসেন(সদস্য)।সার্বিক আলোচনায় আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়ণ ও নির্বাচন কমিশন গঠন।নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐতিহ্যবাহী কদমতলী প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে সবাই একমত পোষণ করেন।পরিশেষে উপস্থিত সবার সম্মতিক্রমে স্বাক্ষর প্রদান করেলে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেণ।

সাংবাদিক শফিকের বিরুদ্ধে মামলার ঘটনায় ডিইউজের নিন্দা

স্টাফ রিপোর্টারঃ

সংবাদ প্রকাশের জেরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সদস্য মো. হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। আজ শুক্রবার এক বিবৃতিতে ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতনের মাধ্যমে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। অতীতেও এ ধরনের মামলার মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের অপচেষ্টা চালানো হয়েছে। মুক্ত সাংবাদিকতার পথে বাধা সৃষ্টিকারী এ ধরনের মামলার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের