ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকা সফরে আসছেন।

বাংলাদেশের সরকার-প্রধান এর আগে বেশ কয়েকবার রোম সফর করলেও এই প্রথমবারের মতো ইতালির কোনও প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন।

ওই সফরে অভিবাসনের ক্ষেত্রে বড় অগ্রগতি হতে পারে। এ ছাড়া টেক্সটাইল, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগস্টের শেষের দিকে ঢাকা সফর করার কথা রয়েছে ইতালির প্রধানমন্ত্রীর। উভয়পক্ষ জর্জিয়ার সফর নিয়ে কাজ করছে। তার সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এ ছাড়া ইতালির প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসেন জর্জিয়া মেলোনির সরকার। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বৈধ ও নিয়মিত অভিবাসন ‘মাইগ্রেশান অ্যান্ড মবিলিটি’ নিয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকা সফর করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি। তার ঢাকা সফরে উভয়পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছেন এবং রোমের দিক থেকে জর্জিয়ার ঢাকা সফরের বিষয়ে সম্মতি জানানো হয়েছে।

কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৭০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় শাকিল নামে একজন গুরুতর আহত হয়েছেন।

রাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল আরোহী আই এফ রহমান আদি জানান, তার বন্ধু শাকিলের মোটরসাইকেলের পেছনে বসে কারোয়ান বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।

আদি আরও বলেন, এ ঘটনায় আমার বন্ধু শাকিল গুরুতর আহত হয়ে মিরপুর ডেন্টালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ রাতের দিকে কারওয়ান বাজার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা ওই বৃদ্ধকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আমাদের ক্যাম্পে আটক রাখা হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

 

সবা:স:জু-২৫০/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম