মাহতাবুর রহমান:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর দুর্নীতিগ্রস্থ সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার এর চুক্তি বাতিলের পরে রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রকৌশলী রিয়াজুল ইসলাম। নতুন চেয়ারম্যান চেয়ারে বসেই রাজধানীর অপরিকল্পিত, রাজউক অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে থাকলেও দীর্ঘদিনের অনিয়ম শুধরাতে বেগ পাচ্ছেন। সকল শ্রেণী পেশার মানুষই আইন ভঙ্গ করে যে যার মতো ভবন নির্মান করছেন।
রাজধানীর পূর্ব তেজতুরি বাজার রেলগেটে শফকত নামে এক ব্যাক্তি নির্মাণ করছেন রাজউক অনুমোদনহীন ০৭(সাত) তলা ভবন। শফকত পূর্ব তেজতুরি বাজারের একজন ডিম ব্যবসায়ী। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশে অপরিকল্পিত ভাবে নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলছে নির্মাণ কাজ। সাত তলা ভবন হলেও রাখেনি গাড়ি পার্কিং এর কোন ব্যবস্থা। ডেভিয়েশন করে আবাসিক ভবনের নীচতলা করা হয়েছে বাণিজ্যিক। এই ভবনের বিষয়ে গোলাম সরোয়ার নামে এক ব্যক্তি অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি এখনো।
এই বিষয়ে শফকত এর সাথে কথা বললে তিনি বলেন কাগজপত্র আছে। দেখতে চাইলে পরের দিন দেখাবেন বলেন। এরপরে প্রতিবেদককে কল করেন এক ব্যক্তি। তিনি চ্যানেল ২৪ এ কর্মরত আছেন বলে পরিচয় দেন এবং শফকতের বিষয় নিয়ে কথা বলেন। কিছুক্ষন পরেই প্রতিবেদককে কল করেন এনটিভির এক প্রতিনিধি এবং তিনি শফকতকে মামা বলে পরিচয় দেন। এনটিভির প্রতিবেদক বলেন শফকতের সব কাগজ আছে তাকে ক্ষতি করার জন্য রাজউকের এক কর্মকর্তা তার পিছনে লেগেছে। শফকতের কাগজের বিষয়ে নিশ্চিত হতে এনটিভির এই প্রতিনিধির কাছে কাগজ দেখার অনুরোধ করলে তিনি দেখাবেন বললেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোন রাজউক অনুমোদনের কাগজ পাওয়া যায়নি।
এই বিষয়ে রাজউক জোন-৫/২ এর অথরাইজড অফিসার মোঃ ইলিয়াসের সাথে কথা বললে প্রথমে তিনি এটা রাজউক জোন-৫/১ এর অথরাইজড অফিসার হাসানুজ্জামানের বলে দাবি করেন। অথরাইজড অফিসার হাসানুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন এটা অথরাইজড অফিসার মোঃ ইলিয়াসের এড়িয়ার মধ্যেই রয়েছে। এরপর তার সাথে অফিসে সাক্ষাৎ করলে তিনি ইমারত পরিদর্শক সাইফুলকে ডেকে নিশ্চত হন এটা তারই দায়িত্বাধীন এড়িয়া। এরপর প্রতিবেদকের সামনেই অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস ইমারত পরিদর্শককে দ্রুত অভিযুক্ত ভবনের বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়া হয়নি।
দায়িত্বাধীন এড়িয়া না চিনে কর্মকর্তারা যথাযথভাবে কাজই করেন কিভাবে? জনগনের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় তারা কি কাজ না করে শুধু চেয়ারে বসে থেকেই বেতন নিচ্ছেন?
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.