চকবাজারে ভবন হেলে পড়ার আতঙ্ক, স্থানীয়দের মাঝে উৎকণ্ঠা

মোঃ শাহ আলম:

রাজধানীর পুরান ঢাকার ব্যস্ত এলাকা চকবাজারে একটি বহুতল ভবন হেলে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি মঙ্গলবার সকালে নজরে আসে, স্থানীয় বাসিন্দারা ভবনের একটি পাশকে অন্য ভবনের দিকে হেলে যেতে দেখেন। ভবনের মাঝখানে বড় একটি ফাঁটল দেখা গেছে এবং পাশের ভবনের সঙ্গে বাড়তি চাপ সৃষ্টি করেছে।  নিচের অংশেও ক্রমাগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ভবনটিতে অনেক গুলো দোকান আছে এবং সবাই আতঙ্কিত অবস্থায় দ্রুত ভবন খালি করেছেন।

স্থানীয়  বাসিন্দারা জানান, ভবনটির গঠনগত দুর্বলতা ও রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং আশেপাশের ভবনগুলোতেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। “রাতের বেলা আমরা একটা শব্দ শুনতে পাই, ভেবেছিলাম হয়তো গাড়ির আওয়াজ। কিন্তু সকালে দেখি ভবনটা একপাশে হেলে গেছে।”

বিশেষ সতর্কতার কারনে  জনসাধারণকে ভবনে অনুপ্রবেশ না করতে এবং ভবনের আশেপাশে ভিড় না জমাতে অনুরোধ করা হয়েছে । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম