স্টাফ রিপোর্টার:
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ ও সিইও মো. শাহ জামাল হাওলাদারের দেশত্যাগের শঙ্কায় তাদের বিদেশ গমন রোধে চিঠি দিয়েছে পুলিশ। রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই চিঠি দেওয়া হয়।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (তেজগাঁও বিভাগ) উপ-কমিশনারের মাধ্যমে পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) এবং বিশেষ পুলিশ সুপার (ল্যান্ড অ্যান্ড সি-পোর্ট)-এর কাছে এই চিঠি পাঠান।
চিঠিতে তাদের পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত তথ্য উল্লেখ করে জানানো হয়, আদাবর থানার মামলার এজাহারভুক্ত আসামি কিবরিয়া গোলাম মোহামাদ ও মো. শাহ জামাল হাওলাদার কোটা আন্দোলন দমনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। তারা বিদেশে পালিয়ে গেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ বর্তমানে ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পদে রয়েছেন। তার স্ত্রী হোসনে আরা বেগম ইউরোপীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। অভিযোগ রয়েছে, তাকে ওভারসিজ এজেন্সি ডিরেক্টর হিসেবে দেখিয়ে কোম্পানি থেকে কমিশনের নামে অর্থ লেনদেন ও পাচার করা হয়েছে।
সূত্র আরও জানায়, ২০২১ সালে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স প্রাপ্তির পর থেকেই কোম্পানির আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদন্তেও এসব অনিয়মের তথ্য পাওয়া গেছে। ফলে কোম্পানিটি প্রতিষ্ঠার তিন বছরের মাথায় আর্থিক সংকটের মুখে পড়েছে এবং ঝুঁকিতে পড়েছে বীমা গ্রাহকদের আমানত।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.