মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
"বন্ধু মিলবে বন্ধুর সাথে, মিলন মেলা পরিণত হবে উৎসবে" এ প্রতিপাদ্য বিষয়কে বক্ষে ধারণ করে ঐতিহ্যবাহী বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ১৯৮৮ ও ১৯৯৫ ব্যাচের পৃথক দুটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ ই জুন ( রবিবার ) বরুড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড লতিফপুর রেড উয়িং হোটেল এন্ড রেস্তোরাঁয় বিকেল ৫ টায় ১৯৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের "প্রানবন্ত উপস্থিতি " " বক্তব্য আর কথোপকথনে শৈশবের আবহ তৈরী হয়ে যায় রেড উয়িং রেস্তোরাঁর মিলনায়তনে । অন্যদিকে একই দিনে হোটেল রেড উয়িং এর দ্বিতীয় তলায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ঈদ পূর্ণমিলনীর ব্যানারে মেতে উঠে আনন্দ হৈহোল্লোড়ে।
এদিন ঈদ আনন্দ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদারীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. রউফ আহমেদ ভূঁইয়া, এ সময় আরো বক্তব্য রাখেন ৯৫ ব্যাচে প্রাক্তন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড৷ মোঃ জাকির হোসেন, মহানগরী দায়রা জজ রহমত আলী, বেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামাল হোসেন, কুমিল্লা কোটবাড়ি পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রজেক্ট ফিল্ড অফিসার মোঃ জাকির বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ এর চেয়ারম্যান মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া (বাবুল), বিশিষ্ট ব্যবসায়ী তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম, মেরিন ইঞ্জিনিয়ার ফয়সাল, বিশিষ্ট ব্যবসায়ী জিলানী, মোঃ মাসুদ আনোয়ার, ইঞ্জিনিয়ার মাহবুব, কুমিল্লা কোটবাড়ি বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ভূঁইয়া, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আহাম্মেদ আল মামুন, জহির মাস্টার, বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয়, বরুড়া বাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী উত্তম, লব নারায়ণ, জামাল হোসেন ও শুশুন্ডা গ্রামের আক্তার সহ আরো অনেকে, পরে ৯৫ ব্যাচ ৩০ বছর পূর্তি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে চা আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.