উল্লাপাড়ায় পরিবেশবান্ধব কংক্রিট ব্লক ফ্যাক্টরির উদ্বোধন, রাজমিস্ত্রিদের মিলনমেলা

উল্লাপাড়ায় পরিবেশবান্ধব কংক্রিট ব্লক ফ্যাক্টরির উদ্বোধন, রাজমিস্ত্রিদের মিলনমেলা

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়পাঙ্গাসীর ত্রিমোহনীতে ‘জাহাঙ্গীর সার্কেল কংক্রিট ব্লক ফ্যাক্টরি’র উদ্বোধন করা হয়েছে। গত ৯ জুন এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাক্টরির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল একদম ব্যতিক্রমী। দোয়া মাহফিল ছাড়াও এ অঞ্চলের রাজমিস্ত্রিদের মিলনমেলার আয়োজন করা হয়েছিল।

ফ্যাক্টরির স্বত্বাধিকারী ও সাংবাদিক মোস্তফা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া চক্ষু হাসপাতালের কর্ণধার জাহাঙ্গীর হোসেন, দৈনিক ইত্তেফাকের উল্লাপাড়া প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এ আর জাহাঙ্গীর, অক্সিজেনের ফেরিওয়ালার আবুল হোসেন, নির্মাণ শ্রমিক সংগঠন উল্লাপাড়া শাখার সাধারণ সম্পাদক আফতাব হোসেন এবং অগ্রণী ব্যাংক সিরাজগঞ্জ সদর শাখার ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতে পরিবেশ দূষণের অন্যতম উৎস ইটভাটা নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। কারণ ইট পোড়ানোর ফলে আশেপাশের জমিতে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক জনপ্রিয় হয়ে উঠছে।

বক্তারা আরও জানান, কংক্রিট ব্লক সাধারণ পোড়া ইটের তুলনায় ৩০ শতাংশ সাশ্রয়ী, পাশাপাশি এটি দীর্ঘস্থায়ী, শক্ত, মজবুত এবং পরিবেশবান্ধব। এছাড়াও কংক্রিট ব্লক তাপ ও শব্দ প্রতিরোধক হওয়ায় এটি বাড়ি-ঘর নির্মাণে অধিক উপযোগী। নোনা ধরা বা ক্ষয় হওয়ার ঝুঁকিও নেই।

ভবিষ্যতে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানোর জন্য আবারও রাজমিস্ত্রিদের নিয়ে মিলনমেলার আয়োজন করার পরিকল্পনার কথাও জানান উদ্যোক্তারা। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় ‘জাহাঙ্গীর সার্কেল কংক্রিট ব্লক ফ্যাক্টরি’ প্রতিষ্ঠিত হলো, যা স্থানীয় নির্মাণ শিল্পে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম