আবারও সচিবালয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার।
সচিবালয়ের বাদামতলায় সমবেত হন আন্দোলনকারীরা। পরে মিছিল করে নতুন কেবিনেট ভবনের সামনে অবস্থান নেন তারা। সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সংযুক্ত পরিষদ নেতা নুরুল ইসলাম।

পূর্বঘোষণা অনুযায়ী, কর্মচারীরা মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় জমায়েত হন। সেখানে তারা অধ্যাদেশটি বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে জড়ো হয়ে অধ্যাদেশটি বাতিলের দাবি জানান। তাদের স্লোগান ছিল ‘অবৈধ কালো আইন মানি না’ ইত্যাদি।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলন চলার মধ্যেই অধ্যাদেশটি জারি করে সরকার। এর পর থেকে বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ গঠন

স্টাফ নিপোর্টার্॥

বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ-২০২৩ গঠন করা হয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

২০ আগস্ট এই কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশ। তাতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন।

পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান, সহ-সভাপতি হয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ হয়েছেন পুলিশ সদরপদপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এছাড়া পরিচালক হয়েছেন- পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আতিকুর রহমান, পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. আনোয়ার হোসেন, পুলিশ সদরদপ্তরের ডিআইজি (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, এপিবিএনের ডিআইজি মোল্যা নজরুল, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

একই দিন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশেনের ‘বিভাগীয় কার্যনির্বাহী কমিটি’ গঠন করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম