নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের স্বীকার হয়ে লন্ডনে নির্বাসিত হয়েছিলেন শামীম আহমেদ। বিএনপি নেতা হওয়ায় তার বিরুদ্ধে ছিল ৬৮টি মামলা। পাথরঘাটা উপজেলার সদর পৌরসভার তিন নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা শামীম আহমেদ জেলা থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে বিএনপির হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ন আহব্বায়ক হিসেবে বর্তমানে কেন্দ্রীয় ওলামা দলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাসিনার পতনের পরে বিএনপি সহ একাধিক দল দ্রুত জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিলে শামীম আহমেদ লন্ডন থেকেই তার নেতাকর্মীদের ভোটের মাঠ প্রস্তুতের নির্দেশনা দেন। অনলাইন ভিডিও প্লাটফর্মে উপস্থিত হয়ে একাধিক নির্বাচনী সমাবেশ সম্পন্ন করেছেন তিনি। দ্রুত দেশে ফিরে স্ব-শরীরে নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ার কথা জানিয়েছেন শামীম আহমেদ।
বিভিন্ন জেলা উপজেলায় কমিটি পুনর্গঠন সহ বিভিন্ন সমাবেশ নিয়ে ব্যস্ত বিএনপি। বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে। এরই ধারাবাহিকতায় বরগুনার আসন গুলোতে বিএনপির হয়ে যারা প্রার্থী হতে চান তারা সক্রিয় হয়েছেন।
বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে চাওয়া মাওলানা শামীম আহমেদ বলেন, আমি দীর্ঘদিন পর্যন্ত এলাকায় কাজ করেছি। গনতন্ত্র পুনরুদ্ধার ও প্রগতির টানে আগামীর দিনের রাষ্টনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। তিনি আরো বলেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আছি, ইন-শা-আল্লাহ থাকবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.