ডেস্ক রিপোর্ট:
টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইরান ও ইসরায়েলি সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।
এর আগে ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ইরান-ইসরায়েলের সংঘাতের জেরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রাখায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের এই চারটি দেশের অন্তত ১৪টি ফ্লাইট তাদের নির্ধারিত যাত্রা বাতিল করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
তবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের দাবি, ফ্লাইটগুলো বাতিলের পর তারা যাত্রীদের ঢাকার বিভিন্ন হোটেলে রেখেছেন। এখন ফ্লাইটগুলো রিশিডিউলের কাজ চলছে। শিগগির তারা আবার যাত্রা শুরু করবেন।
সোমবার (২৩ জুন) রাতে কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালায়। তখন নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা তথা আগমন ও বহির্গমন, দুই ধরনের ফ্লাইটই স্থগিত করে।
পরে সোমবার রাতে পাঠানো এক বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী যাত্রীদের ওপর।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়,ঢাকা থেকে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস- বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, গালফ এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। এ অবস্থায় নির্ধারিত যাত্রার আগেই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এরমধ্যে যেসব ফ্লাইট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছিল সেগুলো আবার ঢাকায় ফিরে এসেছে।
যদিও মধ্যরাতে মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো আকাশসীমা খুলে দিয়েছে। এখন ওই চারটি দেশে ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে।
জানতে চাইলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, গতকাল রাতে তাদের তিনটি ফ্লাইট কাতারসহ মধ্যপ্রাচের কয়েকটি দেশে যাওয়ার কথা ছিল। এর মধ্যে একটি ফ্লাইট আহমাদাবাদ বরাবর গিয়ে আবার ঢাকা ফিরেছে। এসব ফ্লাইটের যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। তাদের যাত্রার জন্য ফের ফ্লাইট শিডিউলের কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.