ডেস্ক রিপোর্ট:
মিরপুর শাহ আলী থানাধীন কাজীফরী কাঁচাবাজারের মসজিদের সামনে সরকারি জায়গায় জমজম তুরাগ টাওয়ার সাইনবোর্ড টানিয়ে পাকা স্থাপনা নির্মাণ করছেন বলে সরেজমিনে গিয়ে দেখা যায়।
কয়েকজন শ্রমিক সহ প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত (নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক অ্যাডভোকেট) সরকারি জায়গায় কিভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন জানতে চাইলে, তিনি প্রথমে ব্যাক্তি মালিকানা জায়গা হিসেবে দাবি করেন, একাধিকবার তার নাম জানতে চাইলেও তিনি নাম বলেননি । এক পর্যায়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের জায়গা বলে স্বীকার করে নেন এবং বলেন পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে তাদের লিজ দিয়েছে, লিজের কাগজ আছে কিনা জানতে চাইলে জমজম তুরাগ টাওয়ার এর সভাপতির সঙ্গে কথা বলার জন্য বলেন ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তিরা বলেন, তাদের ক্ষমতার জোরে,সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে অথচ সবাই নীরব, কেউ যেন কিছু দেখেনি।
দীর্ঘদিন ধরে ওখানে কুঁড়েঘর বানিয়ে বাস করা তোরাব আলী ওরফে কালু মিয়া বলেন, আমি পিছনের জায়গা ভাড়া নিয়ে দীর্ঘ সাত বছর এখানে আছি, গাড়ি পার্কিংয়ের ব্যবসা করি । সরকারী জায়গায় তারা কিভাবে পাকা স্থাপনা নির্মাণ করে এটা আমি বুঝি না । আমার ধারণা স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে তারা পাকা স্থাপনা নির্মাণ করছেন ।
রব নামে আরো একজন ব্যক্তি বলেন, জমজম তুরাগ টাওয়ার পিছনে জমি কিনে, সামনের সরকারি জায়গা দখল করে নিয়েছেন। সরকারী জায়গায় স্থাপনা নির্মাণ করা, আইনত দণ্ডনীয় অপরাধ । তারপরও তারা প্রভাবশালী বলে হয়তো এ স্থাপনা তৈরি করতে পারছেন ।
এ বিষয়ে জানতে চাইলে জমজম তুরাগ টাওয়ারের সভাপতি ইসমাইল হোসেন টেলিফোনে বলেন, আমরা পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে লিজ নিয়েছি, লিজের কাগজ আছে কিনা জানতে চাইলে বলেন,আছে কিন্তু আমি গ্রামের বাড়িতে থাকায় এখন দিতে পারছি না । পাকা স্থাপনা নির্মাণ সম্পর্কিত বিষয়ে জানতে চাইলে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকা,পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এম,এল সৈকত বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গা কাউকে লিজ দেওয়া হয় নাই । যে বলেছে সম্পূর্ণ মিথ্যা বলেছে, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি বলে জানান । তিনি আরো বলেন অবৈধ দখল দারদের উচ্ছেদ করার জন্য, ৫৩০০ জনের একটি তালিকা দেওয়া আছে, আমরা অচিরেই উচ্ছেদ অভিযান শুরু করব।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.