রকি পাটওয়ারী: রাজধানীর খিলক্ষেত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানি এস এ ডট নেট এর যৌথ মালিকানায় ব্যবসা শুরু করেন শফিকুল ইসলাম ও মো আশরাফুল,০১-০১-২০২১ ইং তারিখে তিনশত টাকা স্ট্যাম্পে লিখিত চুক্তি অনুযায়ী পাঁচ লক্ষ টাকা করে উভয়ের ১০ লক্ষ টাকা পুজি নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করেন। মাস শেষে চুক্তি অনুযায়ী ৫০% লভ্যাংশ ও প্রতিষ্ঠানের আয় ব্যায় হিসাব দেওয়ার কথা থাকলে ও চুক্তি ভঙ্গ করেন শফিকুল, এমনকি যৌথ ব্যবসার সাক্ষরীত স্ট্যাম্পের কপি চাইলে নানান টালবাহানা করে সাক্ষরীত স্ট্যাম্পের কপি না দিয়ে, তৎকালীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আশরাফুল ইসলাম কে বিভিন্ন ভাবে ভয় ভীতি প্রদর্শন করে ১১-০৪-২০২১ ইং তারিখে খিলক্ষেত থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সায়েম দর্জী জোর পূর্বক ৩০০ টাকা স্ট্যাম্পে সাক্ষর করে নেয়,সেখানে উল্ল্যেখ থাকে এক লক্ষ বিশ হাজার টাকা আশরাফুল কে ফেরত প্রদান করবে, কিন্ত সেই টাকা নিয়ে ও প্রতারণা করেছে আওয়ামী দোসর শফিকুল, আশরাফ বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় প্রায় পুলিশ দিয়ে নির্যাতন করাতেন এবং মামলার ভয় দেখাতেন।
ছাএ-জনতার আন্দোলনে প্রকাশ্যে হামলা করার অভিযোগ রয়েছে সফিকুল এর বিরুদ্ধে এবং ছাএ জনতার আন্দোলন ঠেকাতে অস্ত্র ক্রয় করার জন্য মোটা অংকের টাকা প্রদান করেছে খিলক্ষেত থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সায়েম দর্জী কে।
বিএনপির কর্মী আশরাফ ন্যায় বিচারের আশায় এখন ও মানুষের ধারে ধারে ঘুরছেন, পরিবার নিয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছেন।
অভিযোগ রয়েছে বিএনপির নেতাকর্মীদের কাছে বিচার দিয়ে ও ন্যায় বিচার থেকে বঞ্চিত আশরাফ বিএনপির নেতাকর্মীদের ছএছায়ায় এই আওয়ামী দোসর এখন ও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
অনুসন্ধান চলমান...
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.