জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০১তম সিন্ডিকেট সভায় একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হলের নতুন নাম রাখা হয়েছে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০১তম সিন্ডিকেট সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল রাখা হলো।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি খুলে ফেলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নামফলক। এ সময় নতুন নাম হিসেবে নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হল, ফেলানী ছাত্রী হল, মাহমুদা স্মৃতি হল, রিয়া গোপ ছাত্রী হল নাম রাখার প্রস্তাব দেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.