ডেস্ক রিপোর্ট:
ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বেনজীর আহমেদ ও স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (২৫ জুন) এ আদেশ দেন আদালত।
এছাড়াও তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রায় ১৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক ও প্রায় দেড় কোটি টাকার অস্থায়ী সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেসাবেক এমপি বেনজীর আহমেদের প্রায় ১৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক ও প্রায় দেড় কোটি টাকার অস্থায়ী সম্পত্তি অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। সেই সাথে তার স্ত্রী সাহিনা আহমেদের এক কোটি ২০ লাখ টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়।
এছাড়া উভয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।
এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের প্রায় ১ কোটি ১৫ লাখ টাকার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ কর হয়।স্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টায় ছিলেন। এ কারণে আদালতের কাছে এসব স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.