জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে এসে আটক ছাত্রী

ডেস্ক রিপোর্ট:

সিলেট সরকারি কলেজ কেন্দ্রে জাল প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এসে এক ছাত্রী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষা শুরুর আগে এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় দুই ছাত্রীর হাতে একই নম্বরের প্রবেশপত্র দেখতে পান দায়িত্বপ্রাপ্তরা। দুজনেই সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ সিলেট শিক্ষা বোর্ড ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন মোছা. তাহমিনা আক্তার নামের ছাত্রীটির প্রবেশপত্রটি জাল। অন্যদিকে আসল প্রবেশপত্রধারী ফয়জিয়া আক্তারকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

আটক তাহমিনা বলেন, আমার বোন জামাই একজন দালালের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেন এবং প্রবেশপত্র সংগ্রহ করেন। কিন্তু পরীক্ষার দিন কেন্দ্রে এসে জানতে পারি, সেটি ভুয়া। আমি কিছুই জানতাম না। আমার বোন জামাই বিষয়টি করেছেন। সে বর্তমানে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। এ সময় ভুয়া প্রবেশপত্রধারী ছাত্রীটি কান্নায় ভেঙে পড়েন।

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, জাল এডমিট কার্ড তৈরির পেছনে ওই ছাত্রী বা তার পরিবারের হাত থাকলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। আমরা ইতোমধ্যে পুলিশ ও তার পরিবারের সদস্যদের খবর দিয়েছি। মানবিক দিক বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, যদি তারা প্রতারণার শিকার হন, তাহলে যে দালালের মাধ্যমে বিষয়টি ঘটেছে তার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি।

ঢাকা কলেজস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ সংসদের নয়া কমিটি গঠন

এম,এ,এস হুমায়ুন কবির,স্টাফ রিপুর্টারঃ

ঢাকা কলেজস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ সংসদের নতুন কমিটি করা হয়েছে। ঢাকা কলেজস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ সংসদের (২০২২) কার্যনির্বাহী কমিটির সম্মেলন শেষে নতুন কমিটিতে মোঃ আবু তালেবকে সভাপতি শেখ ফরিদকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার (২১ মার্চ) ঢাকা কলেজের হল রুমে এক বছর মেয়াদী ২০২২ সালের নতুন (পূর্ণাঙ্গ) কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি রেদুয়ান হৃদয়, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম রব্বানী, আশরাফুল ইসলাম, মোঃ আরিফ হোসেন, মোরসালিন বিল্লাহ, মোঃ আরিফ, মোঃ বাপ্পি, সাকিব আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম ফয়সাল অন্তর, আল মামুন, সারোয়ার হোসেন শান্ত, মোঃ ইসমাইল, মোঃ রাসেল, মোঃ মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক জে এস মিজান, শিবলী সাদিক লিসান, শামসুল আলম, এইচ এম সেলিম, হোসাইন মোহাম্মদ সেলিম, আমানত আলী, জাহিদ হাসান, আইয়ুব আলী, মোঃ ইয়াসিন, কাদির কিবরিয়া রনি, প্রচার সম্পাদক মাসুদ কবির, উপ-প্রচার সম্পাদক মোঃ জাহিদ মিয়া, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, উপ-দপ্তর সম্পাদক নয়ন কুমার দাস, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহেদ আলী, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদুজ্জামান রনি, উপ-অর্থ সম্পাদক সৌরভ পারভেজ লিমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম রেজা, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাশরিফ খোকন, উপ ক্রীড়া ও সাংস্কৃতিক সাব্বির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল, উপ ধর্ম বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ নাঈম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাসেল মিয়া, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বিদ্যুৎ, আইন বিষয়ক সম্পাদক রাকিব, উপ আইন বিষয়ক সম্পাদক আসিফ, সহ সম্পাদক জুনাইদ আহমেদ জুয়েল, তাসনিমুল হক প্রান্ত, জুয়েল, রনি, সবুজ, সদস্য মোঃ হাসান, মোঃ রশিদ, মোঃ রাফিল, মোঃ নিশাদ, মোঃ সিফাত, মোঃ ফজলুল, মোঃ আসাদ, মোঃ সারোয়ার।

নবগঠিত এ কমিটির সফলতা কামনা করে স্বাগত জানিয়েছেন ঢাকা কলেজের বিভিন্ন সংগঠন,কলেজের ছাত্র ও শুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের