গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে নির্বাচন সম্পন্ন; সভাপতি, আকরাম, সম্পাদক এম এ ফরিদ

নিজস্ব প্রতিবেদক :

 গত ০৮ অক্টোবর ২০২২ইং রোজ শনিবার, গাজীপুর জেলা শহরের রাজবাড়ি রোডস্থ ফুড পার্কে দিনব্যাপী শান্ত সুষ্ঠু এবং উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড: মো. আতাউর রহমান আকাশ ও সহকারী কমিশনার এ্যাড.লাবীব উদ্দিন ও কবি আবু নাসির খান তপন নির্বাচন পরিচালনা করেন। ক্লাবের উপদেষ্টা এ্যাড:দেওয়ান মো. আবুল কাশেম ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি+ মোঃ আকরাম হোসেন, কার্যকরী সভাপতি-আবুল বাশার পলাশ, সহ-সভাপতি- মনির হোসেন সরকার, সহ- সভাপতি-হাজী রুহুল আমিন দেওয়ান, সহ-সভাপতি – মোঃ সাইফুল ইসলাম মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক – মো. নুরুজ্জামান শেখ, যুগ্ন-সাধারণ সম্পাদক-এইচ.এম মামুনুর রশিদ আরাবী, যুগ্ন – সাধারণ সম্পাদক -মো. জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক -বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক – মো. আলী শিকদার, দপ্তর সম্পাদক -সৈয়দা রোকসানা পারভিন রুবি।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা,সাধারণ সম্পাদক -এম এ ফরিদ, সিনিয়র সহ-সভাপতি-তারেক রহমান জাহাঙ্গীর, সহ-সাংগঠনিক সম্পাদক- মো. মনিরুজ্জামান মনির, সমাজ কল্যাণ সম্পাদক- বিলকিছ আক্তার রুবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক- নাসিমা আক্তার রেনু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-নাশিদ আহমেদ তুষার, ধর্ম বিষয়ক সম্পাদক – নেছার আহমেদ (এম.এ),
নির্বাহী সদস্য কাজী মোঃ মকবুল হোসেন, মোঃ ছফুর উদ্দিন (ছফু) সহ জান্নাতুল ফেরদৌস বীথি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মেঘনায় নবগঠিত ছাত্রলীগ কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেঘনা উপজেলার নয়া কান্দারগাঁও ছাত্রলীগের প্রধান কার্যালয়ে নবগঠিত মেঘনা ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ (১ মে,২০২৩) সোমবার সকাল ১১ ঘটিকার সময় মেঘনা উপজেলার সাবেক সভাপতি এস এইচ সাইদ এর নেতৃত্বে মেঘনা উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

নবগঠিত মেঘনা উপজেলা ছাত্রলীগ কমিটি নিয়ে ‘এস এইচ সাইদ তার লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, অদ্য ২৪-০৪-২০২৩ইং ঘোষিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ রাত ১২ ঘটিকায় প্রেস রিলিজের মাধ্যমে মেঘনা উপজেলা ছাত্রলীগের যে কমিটি দিয়েছে তা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী। এ গঠনতন্ত্র বিরোধী অবৈধ কমিটি দেওয়ায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোন প্রকার নোটিশ/সম্মেলন ছাড়াই বিবাহিত, অযোগ্য ও বয়স্কদের দিয়ে কমিটি করা হয়েছে। মেঘনা উপজেলার রাজপথের ছাত্রলীগের কর্মীরা অবৈধ প্রক্রিয়ায় ঘোষিত কমিটি মানবে না বলে দাবি করেন তিনি। পাশাপাশি ত্যাগী, পরিশ্রমী, পরিমলা ছাত্র নেতাদের দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হউক। তা না হলে এই অবৈধ কমিটি ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখা কর্তৃক গঠনতন্ত্র বহির্ভূত ও টাকার বিনিময়ে রাতের আঁধারে মেঘনা উপজেলা ছাত্রলীগের কমিটি করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী নবগঠিত ছাত্রলীগ কমিটির সভাপতি -মোহাসিন সোহাগের ছাত্রলীগ করার বয়স উত্তীর্ণ হয়েছে। মোহাসিন সোহাগের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এসএসসি সার্টিফিকেট’র বয়স, নাম ও তার পরিবারের সদস্যদের সাথে তার ভোটার আইডি কার্ডের কোন মিল নেই। আপনারা সাংবাদিক ভাইয়েরা চাইলে যাচাই করতে পারেন।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব হাসান শরিফ, সাধারণ সম্পাদক শফিক দেওয়ান, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক মো.আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ও দপ্তর সম্পাদক জুনায়েদ আহমেদ প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম