ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩,অস্ত্র ও কিছু লুট হওয়া মাল উদ্ধার

ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩,অস্ত্র ও কিছু লুট হওয়া মাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুট হওয়া কিছু মালপত্রর উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ জুন) রাতে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন—হবিগঞ্জের চুনারুঘাট থানার মাজিশাইল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহের ত্রিশাল থানার চমদাখালী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন রাজিব (২৫), ও গাজীপুর সদর থানার কুমুন এলাকার নাসিরের ছেলে মো. শাখাওয়াত হোসেন ওরফে সৈকত (২৬)।

গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ জুন রাতে ঈশ্বড্ডা এলাকার আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে একদল ডাকাত ঢুকে প্রায় ১০ লাখ ৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে গাছা থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জাঝর এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের কাছ থেকে চায়নিজ কুড়াল, সুইচ গিয়ার, হেসকো ব্লেডসহ হাতল, সিজার, টেস্টার, সেলাই রেঞ্চ ও ৬টি ঢালি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তারা তিনজনই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য

থাইল্যান্ডে ১৪ বন্ধুকে হত্যার দায়ে নারীর মৃত্যুদণ্ড

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

থাইল্যান্ডে বিষাক্ত সায়ানাইড দিয়ে ১৪ বন্ধুকে হত্যার দায়ে সারারাত রাংসিউথাপোর্ন নামে অভিযুক্ত এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ভ্রমণে গিয়ে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এক ধনী বন্ধুকে হত্যা করার জন্য সারারাত রাংসিউথাপোর্নকে দোষী সাব্যস্ত করেছেন ব্যাংককের একটি আদালত। এটিকে স্বাভাবিক মৃত্যু মানতে নারাজ ছিলেন তার আত্মীয়রা। পরে ময়নাতদন্তে তার শরীরে সায়ানাইডের উপস্থিতি পাওয়া যায়। এরপর সারারাতকে গ্রেপ্তার করে থাইল্যান্ডের পুলিশ। জিজ্ঞাসাবাদে ২০১৫ সালের পর থেকে এমন আরও ১৩টি মৃত্যুর ঘটনায়ও সারারাতের সম্পৃক্ততা পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, থাইল্যান্ডের গণমাধ্যমে ‘অ্যাম সায়ানাইড’ হিসেবে পরিচিতি পেয়েছেন সারারাত। জুয়া খেলার প্রতি আসক্তি ছিল তার। ধনী বন্ধুদেরই টার্গেট করতেন তিনি। পরে সায়ানাইড দিয়ে হত্যা করে তাদের অর্থ ও মূল্যবান জিনিসপত্র চুরি করতেন এই নারী।

 

সবা:স:জু-১৫১/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম