
মাহতাবুর রহমান:
তিতাসের একাধিক অভিযানে বর্তমানে গজারিয়ার সবকটি অবৈধ চুনা কারখানা বন্ধ তবে বহাল তবিয়তে চলছে স্থানীয় আওয়ামিলীগ নেতা নাজিমুদ্দিন লাভলুর মালিকানাধীন অবৈধ দুটো চুনা কারখানা । গজারিয়ার বালিয়াকান্দির মিয়ামী রেষ্টুরেন্টের ঠিক উল্টো পাশে গ্লোবাল ইকোনোমিক্স জোনে অবস্থিত বৃহৎ চুনা কারখানাটির একক মালিক মালিক নাজিম উদ্দীন লাভলু ।অপরটি ভাটেরচর নতুন রাস্তার মাথায় কারখানাটির অংশীদার এই লাভলু । জানা গেছে মাসে এই দুটো কারখানায় নুন্যতম এক কোটি বিশ লাখ টাকার অবৈধ গ্যাস ব্যবহৃত হচ্ছে । স্থানীয় তিতাস জোন সোনারগাওয়ের কতিপয় অসাধু কর্মকর্তাদের মোটা অংকের মাসোহারা নিয়ে টিকিয়ে রেখেছে এই অবৈধ চুনা কারখানা দুটো৷ সম্প্রতি গজারিয়ার সবকটি অবৈধ চুনা কারখানা তিতাস কতৃপক্ষ ঘুরিয়ে দিলেও বহাল তবিয়তে লাভলুর প্রতিষ্ঠান দুটো । সম্প্রতি গ্যাস চোর মাফিয়া লাভলুকে নিয়ে দৈনিক সবুজ বাংলাদেশে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে তবে যেই লাউ সেই কদু ।
এক সময় লাভলু এবং লাভলুর পরিবার আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকলেও বর্তমানে বিএনপির ঘরনার রাজনীতির সাথে মিশে গেছে । স্থানীয় বিএনপির কতিপয় নেতাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে লাভলুর এই অবৈধ ব্যবসা। এলাকায় গুন্জন রয়েছে তিতাসের প্রধান কার্যালয়ের অনেকের সাথে নাকি আছে লাভলুর লেনদেনের অবৈধ সম্পর্কে। এলাকাবাসী লাভলুর এই অবৈধ ব্যবসা বন্ধের জোড় দাবি জানাচ্ছেন স্থানীয় প্রশাসনের কাছে