ডেস্ক রিপোর্ট:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন অস্ত্র ও ডাকাতি মামলার ১৭ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি আবুল হাশেম (৪৬)। অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) হাতে ধরা পড়েছেন তিনি।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে ফেনী জেলার একাডেমী রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব।
আবুল হাশেম কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ২০১৪ সালে অস্ত্র ও ডাকাতি মামলার পর আবুল হাশেম গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে আত্মগোপনে চলে যান। পরে আদালত দীর্ঘ শুনানি শেষে তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-১১ সিপিসি-৩-এর আভিযানিক দল গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে অবস্থান নিশ্চিত করে ফেনী জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
তিনি বলেন, আসামির বিরুদ্ধে বিভিন্ন জেলায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলাসহ ডাকাতি ও চুরির মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তারপর সেখান থেকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.