মাহতাবুর রহমান:
গতকাল থেকে শুরু করেছে জুলাই গনঅভ্যুত্থান দিবস, চলবে মাসব্যাপী। গত জুলাই গনঅভ্যুত্থানে মারা গেছে হাজারো ছাত্র জনতা । ছাত্র জনতার গনঅভ্যুত্থানে বিদায় নিতে হয়েছে ফ্যাসিস শেখ হাসিনাকে। কিন্তু এখানে বহাল তবিয়তে থেকে দিব্যি ব্যবস্থা বানিজ্য করতে দেখা যাচ্ছে ফ্যাসিস সরকারের অনেক দোসরকে। ছাত্রজনতার হামলার উপর অভিযোগ একাধিক মামলা থাকা সত্বেও পুলিশ ওদেরকে ধরছেনা, বরং উল্টো দেখা যায় পুলিশের সাথে এদের অনেকের সখ্যতা। তেমনি একজন আমিনুর রহমান হারুন শিকদার। যাকে নিয়ে ইতিমধ্যে দৈনিক সবুজ বাংলাদেশ একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ।
মুন্সিগঞ্জ জেলা গজারিয়া উপজেলার পুরান গ্রামের মৃত সামাদ শিকদারের ছেলে আমিনুর রহমান হারুন শিকদারের বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তিনটি মামলা । এছাড়া আছে মানব পাচার অভিযোগেও একাধিক মামলা । কিন্তু পুলিশ তাকে ধরছেনা। অভিযোগ উঠেছে গজারিয়া উপজেলার একাধিক প্রভাবশালী বিএনপির নেতা ও স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে, এলাকায় বহাল তবিয়তে এই হারুন শিকদার। বিগত ফ্যাসিস সরকারের সাড়ে ষোল বছরে সাবেক মন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরার সহোদর পরিচয়ে মালিক হয়েছে হাজারো কোটি টাকার । ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তার অন্যতম মামলার পার্টনার সাবেক এমপি হাজী ফয়সাল বিপ্লব ইতিমধ্যে গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে এই হারুন শিকদার।
মুন্সিগঞ্জ আদালত সুত্রে জানা গেছে হারুন শিকদারের বিরুদ্ধে প্রথম মামলাটি হয়েছে চলতি বছরের ২৭ মার্চ। মামলার বাদী গুলিবিদ্ধ রাফসান রোকন উদ্দোলা নামে এক ছাত্র । মুন্সিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টট ১ নং আমলে আদালতে সি আর মামলা ৩১০/২০২৫। সাবেক এমপি হাজী ফয়সাল বিপ্লবকে প্রধান করে মোট আসামির সংখ্যা ১৭০। । ধারা ১৪৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ দ: বি: তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪ ধারা। এই মামলায় ১৪০ নাম্বার এজাহার ভুক্ত আসামি হারুন শিকদার। আদালতের নির্দেশে ১৮ দিন পর মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি রেকর্ড করে, মামলা নাম্বার ১৭ তাং ১৪/৪/২০২৫
হারুন শিকদারের বিরুদ্ধে একই আদালতে দ্বিতীয় মামলাটির করে মুক্তার হোসেন জনৈক গুলিবিদ্ধ ভ্যান চালক। সিআর মামলা নং ৪৩২/২০২৫। সাবেক এমপি হাজী ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে এই মামলায় মোট আসামির সংখ্যা ২৩০, এতে ১৩ নাম্বার এজাহার ভুক্ত আসামি হারুন শিকদার। মামলার আর্জিতে বাদীর অভিযোগ হারুন শিকদারের গুলিতে সে গুলিবিদ্ধ হয়েছে । মামলাটি বর্তমানে মুন্সিগঞ্জ পিবিআইয়ের তদন্তাধীন। হারুন শিকদারের বিরুদ্ধে তৃতীয় মামলার বাদী আরেক গুলিবিদ্ধ মাসুদ রানা নামে জনৈক শ্রমিক । একই আদালতে সি আর মামলা নং ৫৯৭/২০২৫। এই মামলায় প্রধান আসামি সাবেক এমপি হাজী ফয়সাল বিপ্লব, মোট আসামির সংখ্যার ১৯৯ এতে ৫২ নাম্বার এজাহার ভুক্ত আসামি হারুন শিকদার।
৪ ঠা আগষ্ট ২০২৪ মুন্সিগঞ্জে ছাত্র জনতার উপর ফ্যাসিস বাহিনীর হামলার তিন জন মারা যায় এবং গুলিবিদ্ধ হয়েছে নুন্যতম ৫০ জন। এ-সকল ঘটনার মুন্সিগঞ্জ সদর থানা এবং আদালত মিলে মামলা হয়েছে আটটি। মামলার আসামিরা কেউ জেল হাজতে, বাকীরা সকলে পলাতক কিন্তু ব্যতিক্রম শুধু হারুন শিকদারের বেলায় ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.