
ডেস্ক রিপোর্ট:
ফেনীতে ছেলের হাতে হাতকড়া লাগানো দেখে স্ট্রোক করে তার বাবার মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
মৃত আলী আকবর ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
সূত্রে জানা গেছে, আলী হোসেন ফাহাদকে (২০) শর্শদী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি শর্শদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
খবর পেয়ে বাবা আলী আকবর ফেনী মডেল থানায় ছেলেকে দেখতে যান। এ সময় ছেলের হাতে হাতকড়া দেখে সেখানে স্ট্রোক করেন আলী আকবর। এ সময় প্রত্যক্ষদর্শীরা থানার নিকটস্থ ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, ফাহাদের নামে কোনো মামলা নাই। তারপরও তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ফেনী মডেল থানার পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। তাৎক্ষণিক তার বাবার মৃত্যু হওয়ায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে আত্মীয়-স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।