স্পোর্টস ডেস্কঃ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাজে হারের পর হতাশ টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। যদিও তাকে ঘিরে দর্শক-সমর্থকদের প্রশংসা ছিল, কিন্তু নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন এই বাঁহাতি ব্যাটার। তার মতে, দলের প্রয়োজনের সময় প্রয়োজনীয় অবদান রাখতে না পারায় নিজের খেলা ভালো বলতে পারছেন না তানজিদ।
আগামীকাল শনিবার (০৫ জুলাই) দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, ‘প্রথমে আপনি বললেন আমি ভালো খেলেছি। আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি। কারণ দলের যখন যেটা দরকার ছিল আমি সেটা পূরণ করতে পারিনি। যদি সেটা পারতাম তাহলে বলতে পারতাম হ্যাঁ, ভালো খেলেছি।’
ম্যাচে তানজিদ ও অধিনায়ক শান্ত জুটি গড়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে। কিন্তু হঠাৎ এক রান আউটে ভেঙে যায় সেই গুরুত্বপূর্ণ জুটি। সেটাকে ম্যাচের বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন তানজিদ। তিনি বলেন, ‘আমি আর শান্ত ভাই ভালো একটা জুটি গড়েছিলাম। রান আউটটা খুব দুর্ভাগ্যজনক ছিল। ওখান থেকে যদি আরও ৩০-৪০ রান যোগ করতে পারতাম, তাহলে ম্যাচটা সহজ হয়ে যেত।’
উইকেটের আচরণ নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তানজিদ। তার মতে, ‘এই ধরনের উইকেটে সবচেয়ে বেশি দরকার যারা থিতু হবে, তাদেরই লম্বা ইনিংস খেলতে হবে। আমাদের জুটিটা টিকে গেলে পরের ব্যাটারদের জন্য কাজটা সহজ হতো।’
প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে দলের মধ্যে লম্বা আলোচনা হয়েছে জানিয়ে তানজিদ বলেন, ‘কোচ আমাদের জানিয়েছেন, এই ধরনের উইকেটে থিতু ব্যাটারদের ম্যাচ শেষ করা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে হাসারাঙ্গার মতো স্পিনারের বিপক্ষে বাঁহাতি ব্যাটাররা ভালো করতে পারে। এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি।’
তানজিদ আরও যোগ করেন, ‘ইতিবাচক অনেক কিছুই ছিল। বোলিংয়ের শুরু ও শেষ দুটোই ভালো হয়েছে। ফিল্ডিংও ভালো ছিল। তবে ব্যাটিং ধসই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আশা করি, পরের ম্যাচে এই ধরনের ধস আর হবে না।’
ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে তানজিদ বলেন, ‘প্রতিটি ম্যাচেই দলের জন্য অবদান রাখতে চাই। পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন এখন বাকি দুই ম্যাচই বাঁচা-মরার লড়াই বাংলাদেশের জন্য
তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হারের পর এখন বাকি দুই ম্যাচই বাঁচা-মরার লড়াই বাংলাদেশের জন্য। তানজিদ হাসান তামিমের মতো তরুণ ব্যাটারদের আত্মবিশ্বাস আর লড়াইয়ের মানসিকতা থাকলে সিরিজে ফিরে আসার স্বপ্ন দেখতেই পারে টাইগাররা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.