চট্টগ্রাম জেলা সংবাদদাতা: চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগানে কাজ করা নিয়ে বিবাদের জেরে চাচাতো ভাইয়ের বটির কোপে এক কিশোরী নিহত হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, শনিবার (৫ জুলাই) ভোরে ফটিকছড়ির উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুপ্তা মাঝি (১৫) ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। অভিযুক্ত রতন দাশ (৩৭) তার চাচাতো ভাই।স্থানীয়দের বরাতে ওসি মাহবুবুল হক বলেন, সুপ্তা তার চাচাতো ভাই রতনের সঙ্গে একই বাড়িতে থাকত। রতন চাইতেন, সুপ্তা যেন চা বাগানের কাজ ছেড়ে দিয়ে সেলাইয়ের কাজ শেখে। কিন্তু সুপ্তা এতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
তিনি আরও বলেন, গভীর রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে রতন ঘরে থাকা বটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় সুপ্তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.