ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে কমল মেডিএইড, ঢাবির উদ্যোগে আয়োজিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম।
শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় ক্যাম্পটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন কমল মেডিএইড, ঢাবির প্রতিষ্ঠাতা ও ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও ঢাবির কবি জসীমউদ্দিন হলের প্রচার সম্পাদক তানভীর বারী হামিম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন।
ক্যাম্পে নাক-কান-গলা, চর্ম, গাইনী, মেডিসিন, চক্ষু, দন্তরোগসহ মোট ৮টি বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন। এছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস পরীক্ষার সেবাও দেওয়া হচ্ছে।
তানভীর বারী হামিম জানান, রোকেয়া হলের পর আজ সুফিয়া কামাল হলে এই ক্যাম্প পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে মেয়েদের বাকি তিনটি আবাসিক হলে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.