আরিফুল ইসলাম রুবেল, বরগুনা প্রতিনিধি:
উপকূলীয় জেলা বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সরকারি হিসেবে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে। এর মধ্যে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৬ জন হলেও বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৭ জন। এই ক্রমবর্ধমান পরিস্থিতিতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে জেলার বাসিন্দারা। সবচেয়ে বেশি বিপর্যস্ত বরগুনা সদর উপজেলা, যেখানে একদিনেই নতুন করে ৭৬ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে মৃতদের মধ্যেও অধিকাংশই সদর উপজেলার বাসিন্দা ,যা জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বাকি আক্রান্তরা পাথরঘাটা, তালতলী ও বামনা উপজেলার।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২২৭ জন রোগী। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৬ জন, যদিও সেখানে নেই কোনো আইসিইউ সুবিধা। অবশিষ্ট রোগীরা আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা ও তালতলী উপজেলার হাসপাতালে সীমিত সেবা নিচ্ছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। আমাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্য সীমিত, তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে পড়ছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। চিকিৎসা ব্যবস্থা চাপের মুখে রয়েছে। এখনই মশক নিধন কার্যক্রম জোরদার, পরিবেশ পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সাধারণ মানুষের মাঝে এই রোগ নিয়ে আতঙ্ক ও হতাশা দিন দিন বেড়েই চলেছে। স্থানীয়দের ভাষায়, ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়, এটি যেন রূপ নিয়েছে এক ভয়াবহ জীবননাশকারী দুর্যোগে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বরগুনার মতো দুর্যোগপ্রবণ ও অবকাঠামোগতভাবে পিছিয়ে থাকা এলাকায় ডেঙ্গুর এমন বিস্তার আরও ভয়াবহ হতে পারে। জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসেবা, মশক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.