মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ - সংক্ষেপে পার্টনার প্রজেক্টের আওতায় এই কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (০৮ জুলাই) সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক জনাব মোঃ আব্দুর রহিম।
মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্র।
মুন্সীগঞ্জের জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সচিব চৈতী দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি উদ্যোগ, পুষ্টিনির্ভর খাদ্য উৎপাদন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ফিল্ড স্কুলভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
কংগ্রেস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি কৃষকের উৎপাদিত শস্য, সবজি ও ফলমূল নিয়ে দুটি বুথে প্রদর্শনীর আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ কাড়ে।
এসময় বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিশ্চয়তা এবং গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের পথ তৈরি করতে পার্টনার প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.