কুমিল্লায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

কুমিল্লায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

কুমিল্লা প্রতিনিধি:

বৈরি আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ৩ ঘণ্টাব্যাপী জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে ১৪ তম গ্রেড প্রদান, বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নীতকরণ, ধারাবাহিকভাবে পদোন্নতির উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ ৬ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার ১৭টি উপজেলার কয়েকশ’ স্বাস্থ্য সহকারীরা।

এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মেল হক, কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেন, সহ-সভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, মো. শহিদুল্লাহ চৌধুরীসহ নেতৃবৃন্দরা।

বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছি আমরা।

দাবি বাস্তবায়ন না করা হলে পরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

খুলনায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টা: থানায় মামলা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

নিজস্ব প্রতিনিধি, খুলনা:

খুলনার লবণচোরা থানার স্কুলভিটা এলাকায় ৬ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টা ঘটনায় থানায় মামলার তিন দিনেও অপরাধী গ্রেফতার না হওয়ায় হতাশ ভুক্তভোগী শিশুটির পরিবার।

অভিযোগের সূত্রে জানা গেছে, স্কুল ভিটে এলাকার অটো রিক্সা গ্যারেজের পাশে চা দোকানদার মানিক হোসেন শিকদারের ছয় বছরের মেয়েকে প্রতিবেশী দীপ্তি মিস্ত্রি (৫০) চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী বাগানে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় পরে শিশুটি চিৎকার করলে ধর্ষণ দীপ্তি মিস্ত্রি ভয়-ভীতি দেখায়। এসব কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলবে বলে সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে শিশুটির বাবা মানিক হোসেন সিকদার পরের দিন লবণচোরা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তিনদিন পার হওয়ার পরেও আসামি গ্রেফতার না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন ভিক্টিমের পরিবার। দীপ্তি মিস্ত্রি (৫০) ওই এলাকায় প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারটি তাদের নিরাপত্তা নিয়েও ভীত সন্ত্রস্ত বলে প্রতিবেদককে জানান।

এ বিষয়ে জানতে লবণচোরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম