ষ্টাফ রিপোটার:
বিগত ষোল বছর গজারিয়া উপজেলার নদী বেষ্টিত ইউনিয়ন গুয়াগাছিয়ায় একচছত্র আধিপাত্য বিস্তার করে রেখে ছিল মনসুর আহমেদ টিপু। ফ্যাসিষ্ট সরকারের সাবেক এমপি এম ইদ্রিস আলী ও এডভোকেট মৃনাল কান্তি দাসের অন্যতম দোসর টিপুর বর্তমান আধিপত্যও সেই আগের মতোই৷। একটুও হেরফের হয়নি তার অবস্থান৷ অবশ্য আগে ছিল সে আওয়ামিলীগ বর্তমানে তার গায়ে লেগেছে বিএনপির সাইনবোার্ড। পেশায় তিনি শিক্ষক হলেও গতবছরের জুলাই আগষ্ট ছাত্র আন্দোলনের প্রকাশ্যে বিরোধিতা করেছে এই টিপু মাষ্টার ।
৫ আগষ্ট ২০২৪ সালের আগে তার ফেইসবুক আইডি জুড়ে ছিল ফ্যাসিষ্ট সরকারের গুন কীর্তন । ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে গুয়াগাছিয়া ইউনিয়নের নৌকা মার্কা নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্যও ছিল টিপু মাষ্টার ৷প্রকাশ্যে বক্তব্য দিয়েছে নৌকা মার্কার নির্বাচনী জনসভাগুলোতে৷ ৫ আগষ্টের পটপরিবর্তনের পরিবর্তনের তার ফেইসবুক আইডি হতে আগের সব কিছু ডিলিট। বনে গেছে বিএনপির নেতা । স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা হয়ে গেছে তার কাছে অসহায়। অভিযোগ উঠেছে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান গুলো মাসিক চাঁদাবাজিও করেছে এই টিপু মাষ্টার।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনেকের অভিযোগ উপজেলা বিএনপির জনৈক প্রভাবশালী নেতার সহযোগিতায় গুয়াগাছিয়া ইউনিয়নে আওয়ামীলীগের পুর্নবাসন চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.