তেঁতুলিয়ার হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় অনুপস্থিত থেকে নিয়মিত বেতন তুলছেন

পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এস,এম, শাহজান ফিরোজ বিদ্যালয়ে অনুপস্থিত থেকে সরকারী বেতন তুলছে। এতে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টায় বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায় নি। তিনি কথায় গেছেন শিক্ষকরা বলতে পারেন নি।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ে তেমন আসেন না। ছুটির দরখাস্ত দিয়ে কোনদিন জাননি তিনি। এমনকি বিদ্যালয় চলাকালিন কাউকে দ্বায়ীত্ত দিয়ে যান না।
এ বিষয় প্রধান শিক্ষকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে ফোন রিসিভ করেন নি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আতাউর রহমান জানান,প্রধান শিক্ষক কেন বিদ্যালয়ে আসেন না বিষয়টি আমরা দেখছি।
বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি তেঁতুলিয়ায় রয়েছি। আপনাদের সাথে পরে কথা বলবো বলে ফোনটি কেটে দেন।
তেঁতুলিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শওকত আলী জানান,আপনারা হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়ে নিউজ করেন না কেন?
পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার মো: শাহিন আহম্মেদ জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান,হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বিষয়টি আমি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিব।

যুবলীগ সভাপতি গ্রেফতার

নওগাঁ জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

জেলা সংবাদাতাঃ

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

গ্রেফতাকৃত খোদাদাত খান পিটু শহরের চকদেব পোস্ট পাড়ার মৃত আব্দুল হাই খানের ছেলে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, তার নামে বিএনপি পার্টি অফিস ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত আড়াইটার দিকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম