ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ

ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ

ডেস্ক রিপোর্টঃ

মার্কিন ধনকুবের ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৯ জুলাই) এক্স-এ প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে আল জাজিরা। সদ্য পদত্যাগ করা লিন্ডা ইয়াকারিনো বলেন, কোম্পানিটিকে একটি বৃহৎ রূপান্তরের মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার ‘দুটি অসাধারণ বছর’ কাটানোর পর আমি সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছি।

সামাজিক মাধ্যম এক্স থেকে ইয়াকারিনোর বিদায় ইলন মাস্কের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে আরও অস্থিরতা যোগ করল—যেখানে রয়েছে তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিক্রি কমে যাওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিতর্ক। মাস্ক বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথার লড়াইয়েও জড়িয়ে পড়েছেন। ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ কনটেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিল ইউটিউএ এদিকে পদত্যাগে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি লিন্ডা। এক্স-এ দেওয়া এক পোস্টে ইয়াকারিনো লিখেছেন, ‘আমরা প্রথম থেকেই এমন গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছিলাম যা আমাদের ব্যবহারকারীদের—বিশেষ করে শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে ও বিজ্ঞাপনদাতাদের আস্থা ফিরিয়ে আনার প্রয়োজন ছিল। ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ

সংশ্লিষ্ট এক সূত্র বলছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে লিন্ডার এ পদত্যাগের পরিকল্পনা চলছিল। ২০২৩ সালের মে মাসে এক্স-এ যোগ দিয়েছিলেন লিন্ডা। ওই সময় টুইটার হিসেবে পরিচিত ছিল এক্স। প্লাটফর্মটি চার হাজার চারশ কোটি ডলারে কেনার পর মাস্ক এর নাম বদলে এক্স রাখেন। লিন্ডাই প্রথম প্রধান নির্বাহী হিসেবে এক্স-এর দায়িত্ব পালন শুরু করেন। এর আগে ‘এনবিসি ইউনিভার্সাল’-এর বিজ্ঞাপন বিক্রয় বিভাগের প্রধান ছিলেন লিন্ডা। সেই বছরের শেষদিকে তিনি বলেছিলেন, কোম্পানিটিতে তার কাজ ছিল এক্স-এর ব্যবসায়িক দিকের ওপর মনোযোগ দেওয়া।

যেভাবে উদ্ধার করবেন ইনস্টাগ্রামে ডিলিট হওয়া ছবি-ভিডিও

ডেস্ক রিপোর্ট:

মেটার মালিকাধীন ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তরুণ সমাজের কাছে বেশি জনপ্রিয়।

প্রতিদিন কোটি কোটি মানুষ ছবি ও ভিডিওর মাধ্যমে নিজেদের জীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে। তবে কখনো ভুল করে অথবা ইচ্ছাকৃতভাবে ইনস্টাগ্রামে পোস্ট করা কোনো ছবি বা ভিডিও হয়ে যেতে পারে। তবে অনেক সময় ডিলিট হওয়াপোস্টটি আবার ফিরিয়ে আনার প্রয়োজন পড়ে।

এই কারণেই ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি একটি সহজ পদ্ধতি রেখেছে, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ে মধ্যে ছবি ও ভিডিও ফেরত পাওয়া সম্ভব। ডিলিট করা ছবি, ভিডিও বা রিল সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয় না। বরং এটি প্রোফাইল থেকে সরিয়ে ‘রিসেন্টলি ডিলিটেড’ নামে এক ফোল্ডারে রাখে। এই ফোল্ডার থেকে সহজেই ডিলিট করা ইনস্টাগ্রাম পোস্ট ফিরিয়ে আনা যায়।

তবে রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে পোস্টগুলো ডিলিট করার পর ৩০ দিন পর্যন্ত থাকে। এরপর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রাম থেকে মুছে যায়।

ডিলিটেড ফোল্ডার খুঁজে পাবেন যেভাবে

প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করুন।
এরপর নিচের ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
এবার ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক লাইন’-এ ক্লিক করুন।
পরের পেজে ‘ইউওর অ্যাকটিভিটি’ বাটনে ক্লিক করুন।
নিচের দিকে স্ক্রল করলেই ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডার খুঁজে পাবেন।
এই ফোল্ডারে ডিলিট করা ছবি, ভিডিও ও রিলগুলো খুঁজে পাবেন।
ছবি ও ভিডিও ফিরিয়ে আনবেন যেভাবে
ওপরের পদ্ধতি অনুসরণ করে ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডার খুঁজে বের করুন।
এখন যে ছবি, ভিডিও বা রিল ফিরে পেতে চান, তার ওপর ক্লিক করুন।
এরপর ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ক্লিক করুন।
এর ফলে ‘সেভ’, ‘ডিলিট’ ও ‘রিস্টোর’ অপশন দেখা যাবে।
পোস্টটি ফিরে পেতে ‘রিস্টোর’ বাটনে ক্লিক করুন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম